চোট থেকে ফিরেই মাসের সেরা ভুবি
আইসিসির (ICC) এই মাসের সেরা ক্রিকেটার বাছা হয় জনতার ভোটের মাধ্যমে।
দুবাই: ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিনের পর আর এক ভারতীয় ক্রিকেটার আইসিসির প্লেয়ার অফ দ্য মান্থ (ICC player of the Month) হলেন। চোট সারিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই প্রমাণ করেছিলেন নিজেকে। ইংল্যান্ডের বিরুদ্ধে (India vs England) টি-টোয়েন্টি (T-20) ও ওয়ান ডে (ODI) সিরিজে দারুণ বোলিং করেছিলেন তিনি। তারই পুরস্কার পেলেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)।
আফগানিস্তানের রশিদ খান, জিম্বাবোয়ের সিন উইলিয়ামস আর ভুবি ছিলেন লড়াইয়ে। দুই প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে শেষ পর্যন্ত বিশ্ব ক্রিকেটে মাসের সেরা হলেন ভুবিই। ৩১ বছরের পেস বোলার ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটে ওয়ান ডে ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। আর ৫ টি-টোয়েন্টিতে ৪ উইকেট নিয়েছেন তিনি। ভুবি বলেছেন, ‘একটা দীর্ঘ যন্ত্রণাময় সময় কাটানোর পর অবশেষে কিছুটা স্বস্তি পেলাম। ক্রিকেটের বাইরে থাকলেও আমি নিজের ফিটনেস নিয়ে কাজ করেছি। দেশের হয়ে ফিরে এসে ফের উইকেট নিতে পেরে খুশি। এই সময়টাতে আমাকে যাঁরা সাহায্য করেছেন, তাঁদের ধন্যবাদ।’
আরও পড়ুন: জীবনের দ্বিতীয় ইনিংসের পথে জ্বালা-বিষ্ণু
আইসিসির (ICC) এই মাসের সেরা ক্রিকেটার বাছা হয় জনতার ভোটের মাধ্যমে। ভোটিং অ্যাকাডেমির অন্যতম সদস্য ভারতের প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্ণণ। তিনি বলেছেন, ‘চোটের জন্য ভুবি প্রায় এক বছর ভারতীয় টিমে ছিল না। কিন্তু কাউকে নিয়েই শেষ কথা বলা যায় না। ইংল্যান্ডের আগ্রাসী ব্যাটিং লাইন-আপের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটে পাওয়ার প্লে ও ডেথে দারুণ ভাবে মেলে ধরেছিল নিজেকে।’
মেয়েদের মাসের সেরা ক্রিকেটার লিজলি লি। ভারতের বিরুদ্ধে চারটে ওয়ান ডে ম্যাচে একটা সেঞ্চুরি ও দুটো হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। ঘটনা হল, ভারতের দুই মেয়ে রাজেশ্বরী গায়কোয়াড় ও পুনম রাউত ছিলেন লড়াইয়ে। কিন্তু তাঁদের টপকে লি হলেন সেরা।
আরও পড়ুন: ইন্ডিয়ান ওপেনে বসতে চলেছে তারকাদের মেলা