ICC World Cup 2023: ‘সোশ্যাল মিডিয়া একটা নকল দুনিয়া’, কেন বললেন রোহিত শর্মা?

Rohit Sharma: এখানেই থামেননি হিটম্যান।তাঁর কথায়,"আমি টিম বাসেও শুনি, সবাই বলাবলি করে,এটা দেখেছ, ওটা দেখেছ?কিন্তু আমি নেই এ সবের মধ্যে।মানুষ কী করছে,তা দেখে আমি কী করব?চাইলে আমার ফোনও চেক করে নিতে পারেন আপনারা।"তাঁর মতে, সোশ্যাল মিডিয়া সময়ের অপচয় ছাড়া আর কিছু নয়।

ICC World Cup 2023: 'সোশ্যাল মিডিয়া একটা নকল দুনিয়া', কেন বললেন রোহিত শর্মা?
রোহিত শর্মা
Follow Us:
| Edited By: | Updated on: Oct 04, 2023 | 3:34 PM

আমেদাবাদ: পৃথিবী এখন মুঠো ফোনে বন্দি। রিলস, সেলফি, লাইক, কমেন্টে বুঁদ হয়ে রয়েছেন মানুষ। এই সোশ্যাল মিডিয়ার যুগে এ সবের মায়াজাল থেকে নিজেকে দূরে রাখেন ভারতের দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। কারণ কী? তিনি সহজ ভাবে বাঁচতে চান। সোশ্যাল মিডিয়া তাঁর কাছে সময়ের অপচয় ছাড়া আর কিছু নয়। শুধু তাই-ই নয়, বিগত ৯ মাস ধরে তাঁর ফোনে নেই টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাপও। ফোকাস যাতে নষ্ট না হয়, সেই কারণে ওই দুটো অ্যাপ ডিলিট করে দিয়েছেন হিটম্যান। সামনে বিশ্বকাপ (ICC World Cup 2023)। ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ভারত। ক্রিকেটের মতো খেলা, যেখানে ব্যর্থতা মানে সমালোচনার গ্রাসে পড়তে হয়, সেই ক্রিকেটে সাফল্য পেতে হলে নিজেকে অনেক বেশি ফোকাসড রাখতে হয়। এটা রোহিতের থেকে ভালো আর কে জানেন। TV9Bangla Sportsএ বিস্তারিত।

রোহিতের পুল শট গ্যালারি পার করলে উৎসব শুরু হয়ে যায়। মাঠের ‘হিটম্যান’ যতই আগ্রাসী হোন না কেন, ব্যক্তিগত জীবনে রোহিত সাদামাঠা। সরহসরল জীবনেই বাঁচতে বেশি পছন্দ করেন। তাই সোশ্যাল মিডিয়ার লাইম লাইট থেকে নিজেকে একেবারে সরিয়ে নিয়েছেন। এমনকি, ফোনে রাখেননি কোনও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাপ। সম্প্রতি এক সাক্ষাৎকারে রোহিত জানান, তাঁর হয়ে দরকারি কিছু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন স্ত্রী ঋতিকা সাজদে। সোশ্যাল মিডিয়া সম্পর্কে ক্যাপ্টেনের বক্তব্য, “লোকের জীবন নিয়ে আমার কোনও আগ্রহ নেই। যা করতে ইচ্ছে হয় করুন তাঁরা। আমি এ সবের মধ্যে নেই। আমার মনে হয় আজকাল এই সোশ্যাল মিডিয়া একটা নকল দুনিয়া।”

এখানেই থামেননি হিটম্যান। তাঁর কথায়, “আমি টিম বাসেও শুনি, সবাই বলাবলি করে, এটা দেখেছ, ওটা দেখেছ? কিন্তু আমি নেই এ সবের মধ্যে। মানুষ কী করছে, তা দেখে আমি কী করব? চাইলে আমার ফোনও চেক করে নিতে পারেন আপনারা।” রোহিতের মতে, সোশ্যাল মিডিয়া সময়ের অপচয় ছাড়া আর কিছু নয়। তবে এও জানান,এই মত তাঁর একান্ত ব্যক্তিগত। কারও উপর তা মোটেই চাপিয়ে দিতে চান না রোহিত। ফোন থেকেও দূরেই থাকেন তিনি। সোশ্যাল মিডিয়ায় থেকে নিজেকে সরিয়ে সেই সময়টুকু তাই তিনি তুলে রাখেন পরিবার ও বন্ধু-বান্ধবদের জন্য়। সোশ্যাল মিডিয়া থেকে দূরত্বের সিন্ধান্তে একেবারে অবিচল তিনি। এও বিশ্বাস করেন যে তাঁর এই সিদ্ধান্ত আসন্ন ওয়ান ডে বিশ্বকাপে লক্ষ্য স্থির রাখতে সাহায্য় করবে তাঁকে।