Team India: অধিনায়ক হিসেবে প্রথম T20I-এ হার-জিতের সাক্ষী যে ভারতীয় ক্রিকেটাররা…

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 20, 2023 | 2:34 PM

শুরুটা হয়েছিল বীরেন্দ্র সেওয়াগের হাত ধরে। তার পর থেকে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে ভারতকে নেতৃত্ব দিয়েছেন মোট ১১ জন ক্রিকেটার।

Team India: অধিনায়ক হিসেবে প্রথম T20I-এ হার-জিতের সাক্ষী যে ভারতীয় ক্রিকেটাররা...
Team India: অধিনায়ক হিসেবে প্রথম T20I-এ হার-জিতের সাক্ষী যে ভারতীয় ক্রিকেটাররা...
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: শুরুটা হয়েছিল বীরেন্দ্র সেওয়াগের হাত ধরে। সালটা ছিল ২০০৬, ১ ডিসেম্বর। প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। সেই প্রথম আন্তজার্তিক টি-টোয়েন্টি (T20) ম্যাচ খেলেছিল ভারত (India)। আর সেই ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন দলের বিধ্বংসী ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ। তার পর থেকে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে ভারতকে নেতৃত্ব দিয়েছেন মোট ১১ জন ক্রিকেটার। সম্প্রতি ডাবলিনে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে নেতৃত্ব দেওয়া প্রথম ভারতীয় বোলার হয়েছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ১১ মাস পর বুমরার আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক হয়েছে। সেই ম্যাচে বোলার ও অধিনায়ক দুই ক্ষেত্রেই তিনি ছাপ রেখেছেন। তাঁর নেতৃত্বে আইরিশদের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজে আপাতত ১-০ এগিয়ে রয়েছে মেন ইন ব্লু। আজ, ডাবলিনে সিরিজের দ্বিতীয় ম্যাচ। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন ভারতের ক্যাপ্টেন হিসেবে প্রথম T20I-এ হার-জিতের সাক্ষী যে কোন ১১ জন ক্রিকেটার।

২০০৬ থেকে ২০২৩ ভারতীয় ক্রিকেটারদের ক্যাপ্টেন্সি ডেবিউতে প্রথম আন্তর্জাতিক টি-২০ ম্যাচের ফল কী হয়েছিল জানেন?

  1. বীরেন্দ্র সেওয়াগ ভারতকে টি-২০ ফর্ম্যাটে নেতৃত্ব দেওয়া প্রথম অধিনায়ক। তার নেতৃত্বে ভারত প্রথম টি-২০ ম্যাচে জিতেছিল।
  2. সেওয়াগের পর টি-২০ ক্রিকেটে ভারতের হয়ে অধিনায়কের দায়িত্ব পান মহেন্দ্র সিং ধোনি। তিনি অধিনায়ক হিসেবে প্রথম টি-২০ ম্যাচে দেশকে জিতিয়েছিলেন।
  3. আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতের তৃতীয় অধিনায়ক হয়েছিলেন সুরেশ রায়না। তাঁর টি-২০ ক্যাপ্টেন্সি ডেবিউতে জিতেছিল ভারত।
  4. আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতের চতুর্থ অধিনায়ক হয়েছিলেন অজিঙ্ক রাহানে। সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, বীরেন্দ্র সেওয়াগের মতো তাঁর টি-২০ ক্যাপ্টেন্সি ডেবিউতে জিতেছিল ভারত।
  5. ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে ভারতের পঞ্চম অধিনায়ক হয়েছিলেন বিরাট কোহলি। তাঁর টি-২০ ক্যাপ্টেন্সি ডেবিউতে হারের মুখ দেখতে হয়েছিল ভারতকে।
  6. বিরাটের পর টি-২০ ক্রিকেটে ভারতের নেতা হয়েছিলেন রোহিত শর্মা। তাঁর টি-২০ ক্যাপ্টেন্সি ডেবিউতে জিতেছিল ভারত।
  7. রোহিতের পর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতের সপ্তম অধিনায়ক হয়েছিলেন শিখর ধাওয়ান। তাঁর টি-২০ ক্যাপ্টেন্সি ডেবিউতে জিতেছিল ভারত।
  8. ভারতের টি-২০ ফর্ম্যাটের ক্রিকেটে অষ্টম অধিনায়ক হয়েছিলেন ঋষভ পন্থ। বিরাট কোহলির মতো তাঁর টি-২০ ক্যাপ্টেন্সি ডেবিউতে হেরেছিল ভারত।
  9. টি-২০ ক্রিকেটে ভারতের নবম ক্যাপ্টেন হয়েছিলেন হার্দিক পান্ডিয়া। ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিকের টি-২০ ক্যাপ্টেন্সি ডেবিউতে জিতেছিল ভারত।
  10. হার্দিকের পর লোকেশ রাহুল হয়েছিলেন ভারতের দশম টি-২০ অধিনায়ক। তাঁর টি-২০ ক্যাপ্টেন্সি ডেবিউতে জিতেছিল ভারত।
  11. ভারতের একাদশতম টি-২০ ক্যাপ্টেন হয়েছেন জসপ্রীত বুমরা। কয়েক দিন আগে তাঁর টি-২০ ক্যাপ্টেন্সি ডেবিউতে জিতেছে ভারত।

 

Next Article