Vinod Kambli: বিনোদ কাম্বলি গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি ভারতের এই প্রাক্তন ক্রিকেটার

Vinod Kambli Hospitalized: এর আগেও নানা ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল, যেখানে ভারতের এই প্রাক্তন ক্রিকেটার ভালো ভাবে হাঁটতে অবধি পারছিলেন না। পরিস্থিতি এতটাই গুরুতর যে হাসপাতালে ভর্তি করাতে হল সচিনের বাল্যবন্ধু তথা ক্রিকেট সতীর্থ।

Vinod Kambli: বিনোদ কাম্বলি গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি ভারতের এই প্রাক্তন ক্রিকেটার
Image Credit source: X

Dec 23, 2024 | 5:03 PM

বিনোদ কাম্বলির শারীরীক পরিস্থিতি নিয়ে নানা চিন্তা ছিলই। কিছুদিন আগেই মুম্বই একটি অনুষ্ঠানের ভিডিয়ো ভাইরাল হয়েছিল। যেখানে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন। তাতেও কেমন একটা অসংলগ্ন দেখাচ্ছিল বিনোদ কাম্বলিকে। দীর্ঘ দিন ধরেই অসুস্থ তিনি। এর আগেও নানা ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল, যেখানে ভারতের এই প্রাক্তন ক্রিকেটার ভালো ভাবে হাঁটতে অবধি পারছিলেন না। পরিস্থিতি এতটাই গুরুতর যে হাসপাতালে ভর্তি করাতে হল সচিনের বাল্যবন্ধু তথা ক্রিকেট সতীর্থ।

সংবাদ সংস্থা আইএএনএস-এর খবর অনুযায়ী, বিনোদ কাম্বলিকে মুম্বইয়ের থানে অঞ্চলের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৫২ বছরের বিনোদ কাম্বলিকে। তাদের খবর অনুযায়ী, ভর্তির সময় পরিস্থিতি গুরুতর হলেও আপাতত স্থিতিশীল অবস্থা বিনোদ কাম্বলির। তাঁর আর্থিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ সময় ধরেই লড়াই চলছে। বোর্ডের থেকে পাওয়া মাসিক ৩০ হাজার টাকার পেনশনে দিন গুজরান দায়। তবে অতীতেও চিকিৎসার প্রয়োজনে বাল্যবন্ধু সচিন তেন্ডুলকর আর্থিক ভাবে সহযোগিতা করেছিলেন।

সদ্য ভারতের ৮৩-র বিশ্বজয়ী দলের ক্যাপ্টেন কপিল দেব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাঁর সঙ্গে আরও অনেক প্রাক্তন ক্রিকেটারই রয়েছেন। শর্ত একটাই, সঠিক চিকিৎসা এবং রিহ্যাবের মাধ্যমে তাঁকে পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে হবে। সম্প্রতি একটি ইউটিউব শো-তে বিনোদ কাম্বলি জানিয়েছিলেন, ইউরিন সমস্যায় ভুগছেন তিনি। সম্ভবত, সেই সংক্রমণের জেরেই অসুস্থ হয়ে পড়েছেন বিনোদ কাম্বলি।