Gautam Gambhir: দ্রাবিড়ের হটসিটে বসেই গৌতম গম্ভীর কোন বিদেশিকে কোচিং টিমে চাইছেন?

Jul 11, 2024 | 3:18 PM

Indian Cricket Team Head Coach: রাহুল দ্রাবিড়ের হটসিটে বসেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তিনি টিম ইন্ডিয়ার (Team India) হেড কোচ হওয়ার আগে বোর্ডের কাছে শর্ত রেখেছিলেন, নিজের সাপোর্ট স্টাফ বেছে নেবেন।

Gautam Gambhir: দ্রাবিড়ের হটসিটে বসেই গৌতম গম্ভীর কোন বিদেশিকে কোচিং টিমে চাইছেন?
Gautam Gambhir: দ্রাবিড়ের হটসিটে বসেই কোন বিদেশিকে কোচিং স্টাফে চাইছেন গৌতম গম্ভীর?

Follow Us

কলকাতা: ভারতীয় টিমে গম্ভীর জমানা শুরু হতে চলেছে। রাহুল দ্রাবিড়ের হটসিটে বসেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তিনি টিম ইন্ডিয়ার (Team India) হেড কোচ হওয়ার আগে বোর্ডের কাছে শর্ত রেখেছিলেন, নিজের সাপোর্ট স্টাফ বেছে নেবেন। সেই মতো কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ারকে ভারতীয় টিমে সাপোর্ট স্টাফ হিসেবে চেয়েছেন গৌতি। শুধু তাই নয়, কেকেআরে তাঁর এক প্রাক্তন সতীর্থকেও ভারতের কোচিং স্টাফ হিসেবে চাইছেন গম্ভীর। কে তিনি?

প্রাক্তন ডাচ ক্রিকেটার রায়ান টেন দুশখাতেকে ভারতের কোচিং স্টাফ হিসেবে চাইছেন গৌতম গম্ভীর। বিসিসিআই ফিল্ডিং কোচ হিসেবে টি দিলীপকেই রাখতে চায় বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে রায়ান টেন দুশখাতে যদি ভারতের কোচিং স্টাফের টিমে আসেন, তা হলে কোন দায়িত্ব পাবেন? কারণ কেকেআরের সহকারী কোচ ছিলেন অভিষেক নায়ার। গম্ভীর তাঁকেই ভারতীয় টিমে সহকারী কোচ হিসেবে চাইছেন। তা হলে রায়ান কোন দায়িত্ব পাবেন?

এখনও অবধি বোর্ড চূড়ান্ত করেনি গৌতমের প্রাক্তন নাইট সতীর্থকে ভারতীয় টিমের সাপোর্ট স্টাফ হিসেবে নেবে কিনা। যদি তাঁকে নেওয়ার গ্রিন সিগন্যাল আগে বোর্ডের তরফে, তা হলে অভিষেককে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ হিসেবেও দেখা যেতে পারে। গৌতমের সঙ্গে রায়ান টেন দুশখাতের দীর্ঘদিনের সম্পর্ক। তাঁরা কেকেআরে একসঙ্গে খেলেছেন। পরবর্তীতে গৌতম কেকেআরের মেন্টর হওয়ার পর রায়ান টেন দুশখাতেকে ফিল্ডিং কোচ হিসেবে কেকেআর নেয়। ফলে তাঁদের একটা আলাদা বন্ডিং রয়েছে। এ বার দেখার ভারতীয় টিমেও সেই বন্ডিং দেখা যায় কিনা।

 

Next Article