
জোহানেসবার্গ: একই মাঠে টি-টোয়েন্টি সিরিজে শেষ ম্যাচটি খেলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা। সিরিজে পিছিয়ে থাকা ভারতীয় দল দারুণ ভাবে প্রত্যাবর্তন করেছে। অধিনায়ক সূর্যকুমার যাদব সেঞ্চুরি করেন। হাফসেঞ্চুরির ইনিংস যশস্বী জয়সওয়ালের। প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। কার্যত দু-ম্যাচের সিরিজ হয়ে দাঁড়ায় টি-টোয়েন্টি। যুগ্মবিজয়ী হয়েছে ভারত। এ বার অন্য ফর্ম্যাট। আজ শুরু ওয়ান ডে সিরিজ। অনেক কিছুই বদলে যাচ্ছে। টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার যাদব। ওয়ান ডে-তে দায়িত্বে লেকেশ রাহুল। মাঠে রাহুল থাকলেও বেঞ্চে রাহুল থাকবেন না। কোচ দ্রাবিড় ব্যস্ত থাকবেন টেস্ট সিরিজের প্রস্তুতিতে। প্রথম ওডিআইতে নজরে ভারতের দুই তরুণ তুর্কী। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিশ্বকাপ ফাইনালের পর ফের ওডিআই ফর্ম্যাটে নামছে ভারত। স্কোয়াডে একঝাঁক নতুন মুখ। বিশেষ করে বলতে হয় রিঙ্কু সিং এবং সাই সুদর্শনের কথা। রিঙ্কু সিং এখন জাতীয় দলেও টি-টোয়েন্টিতে ক্রমশ নিয়মিত হয়ে উঠছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক হাফসেঞ্চুরিও করেন রিঙ্কু। ওয়ান ডে ফর্ম্যাটেও তাঁকে প্রথম বার দেখা যাদেব। ওয়ান ডে-তেও ফিনিশারের ভূমিকায় নিজেকে কতটা মেলে ধরতে পারেন, নজর থাকবে রিঙ্কুর দিকে।
রিঙ্কু ওডিআইতে প্রথম বার সুযোগ পেয়েছেন। তেমনই প্রথম বার সিনিয়র দলে ডাক পেয়েছেন তরুণ ওপেনার সাই সুদর্শন। গত আইপিএলের প্রথম ম্যাচেই ফিল্ডিংয়ে গুরুতর চোট পান গুজরাট টাইটান্সের বিদেশি ক্রিকেটার কেন উইলিয়ামসন। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হয় সাইকে। প্রথম ম্যাচেই ইমপ্যাক্ট ফেলেন। ধারাবাহিক ভালো পারফর্ম করে নজরে পড়েন সাই। এমার্জিং এশিয়া কাপে ভারত এ দলেও সুযোগ পেয়েছিলেন। সব কিছু ঠিক থাকলে আজ গোলাপি ওডিআইতে ইনিংস ওপেন করবেন অভিষেককারী সাই সুদর্শন। তাঁর সঙ্গে দেখা যাবে তরুণ ডানহাতি ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়কে।
এখনও অবধি যা পরিস্থিতি, অধিনায়ক লোকেশ রাহুল মিডল অর্ডারে ব্যাট করবেন। তবে রিঙ্কুর সঙ্গে জোর টক্কর হতে পারে অভিজ্ঞ ব্যাটার সঞ্জু স্যামসনের। যদিও পাল্লা ভারী রিঙ্কু সিংয়েরই। অলরাউন্ডার হিসেবে ফিরছেন অক্ষর প্যাটেল। বোলিং আক্রমণ প্রায় টি-টোয়েন্টি সিরিজের মতোই।