জোহানেসবার্গ: ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপে প্রথম দু-ম্যাচে সুযোগ পেয়েছিলেন ঈশান কিষাণ। ডেঙ্গি সারিয়ে শুভমন গিল ফিরতেই ঈশান কিষাণকে জায়গা ছাড়তে হয়। বিশ্বকাপের বাকি ম্যাচে বেঞ্চেই কাটাতে হয়েছিল। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও সীমিত সুযোগ পেয়েছেন। এমনকি প্রোটিয়া সফরে টি-টোয়েন্টি সিরিজে স্কোয়াডে থাকলেও সুযোগ পাননি। এ বার টেস্ট স্কোয়াড থেকে নামই তুলে নিলেন কিপার-ব্যাটার ঈশান কিষাণ। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারতীয় বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে-ঈশান কিষাণই বোর্ডকে আবেদন করেছিলেন তাঁকে যাতে টেস্ট থেকে ছুটি দেওয়া হয়। ব্যক্তিগত কারণে এমন সিদ্ধান্ত ঈশানের। যদিও সেটা পরিষ্কার করা হয়নি। ওয়ান ডে সিরিজের আগে মেডিক্যাল এমারজেন্সির কারণে দীপক চাহার সরে দাঁড়িয়েছিলেন। ঈশানের ক্ষেত্রে কারণ ঠিক কী, সেটা এখনও ধোঁয়াশা। ঈশানের পরিবর্তে শ্রীকার ভরতকে টেস্ট স্কোয়াডে যোগ করা হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে শ্রীকার ভরতকে খেলানো হয়েছিল। পরের সিরিজেই বাদ পড়েন শ্রীকার। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট অভিষেক হয়েছিল ঈশান কিষাণের। দক্ষিণ আফ্রিকায় তিনিই ছিলেন প্রথম পছন্দের কিপার।
ওয়েস্ট ইন্ডিজে টেস্ট অভিষেকেই নজর কেড়েছিলেন ঈশান কিষাণ। তাঁর আক্রমণাত্মক ব্যাটিং ম্যাচের রং বদলে দিতে পারে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঈশানের মতো আক্রমণাত্মক কিপার ব্যাটারকে খুবই জরুরি ছিল। শ্রীকার ভারত টেস্ট ক্রিকেটে সুযোগ পেলেও নজর কাড়তে ব্যর্থ। ভারত এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় খেলছেন শ্রীকার। তাঁকে সিনিয়র স্কোয়াডে যোগ করা হল।