Indian Cricket Team: রাহুল দ্রাবিড় কি শুধু টেস্ট-টি টোয়েন্টিতেই কোচ? ইঙ্গিত তেমনই…
IND vs SA ODI, Rahul Dravid: আগামী বছর জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পাশাপাশি চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপও। গত দশ বছরে আইসিসির দশটি টুর্নামেন্টের মধ্যে পাঁচ বারই ফাইনালে উঠেছে ভারতীয় দল। ট্রফি আসেনি একটিও। রাহুল দ্রাবিড় হয়তো সে দিকেই নজর দিতে চান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই সংস্করণেই ফাইনালে উঠেছিল ভারত। যদিও প্রথম বার নিউজিল্যান্ড এবং গত বার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার।

জোহানেসবার্গ: ওয়ান ডে বিশ্বকাপেই ভারতীয় দলের কোচ হিসেবে মেয়াদ ফুরিয়েছিল রাহুল দ্রাবিড়ের। জাতীয় দলের কোচ হিসেবে তাঁর ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন ছিল। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে কারণেই তড়িঘড়ি কোচ বদলে রাজি ছিল না ভারতীয় ক্রিকেট বোর্ড। ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপে টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল ভারতীয় ক্রিকেট দল। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারলেও পুরো টুর্নামেন্টের পারফরম্যান্সকে অবহেলা করা যায় না। দক্ষিণ আফ্রিকায় ওডিআই সিরিজ শুরুর আগের দিন উঠছে অন্য প্রশ্ন। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
রাহুল দ্রাবিড়কে কোচ রাখা হলেও তাঁর সঙ্গে চুক্তি বিষয়টি খোলসা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। দ্রাবিড়ের সঙ্গে কত দিনের চুক্তি হয়েছে পরিষ্কার নয়। দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলের কোচ হিসেবে গিয়েছেন রাহুল দ্রাবিড়ই। টি-টোয়েন্টি সিরিজে প্রস্তুতি এবং বেঞ্চেও তিনিই ছিলেন। যদিও ওডিআই সিরিজে কোচ হিসেবে থাকছেন না দ্রাবিড়। পরিবর্তে সীতাংশু কোটাককে দেখা যাবে। সীতাংশু জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে দীর্ঘ সময় রাহুল দ্রাবিড়ের সঙ্গে কাজ করেছেন।
আগামী বছর জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পাশাপাশি চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপও। গত দশ বছরে আইসিসির দশটি টুর্নামেন্টে পাঁচ বার ফাইনালে উঠেছে ভারতীয় দল। ট্রফি আসেনি। রাহুল দ্রাবিড় হয়তো সে দিকেই নজর দিতে চান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই সংস্করণেই ফাইনালে উঠেছিল ভারত। যদিও প্রথম বার নিউজিল্যান্ড এবং গত বার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার।
পরবর্তী ওয়ান ডে বিশ্বকাপ ২০২৭ সালে। সেই অবধি রাহুল দ্রাবিড় দায়িত্বে থাকবেন, এমন কোনও নিশ্চয়তা নেই। বরং, তাঁর না থাকার সম্ভাবনাই প্রবল। হয়তো সে কারণেই টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকেই পাখির চোখ করছেন কোচ দ্রাবিড়। দক্ষিণ আফ্রিকা সফরে সব মিলিয়ে ভারতের প্রায় ৭৫ জন ক্রিকেটার রয়েছেন। ওডিআই সিরিজ চলাকালীন টেস্ট স্কোয়াড এবং এ টিমের প্লেয়ারদের দিকেই নজর দিতে চান দ্রাবিড়। মনে করা হচ্ছে, এ কারণেই ওডিআই সিরিজে দায়িত্ব সামলাবেন সীতাংশু।
