Suryakumar Yadav Century: জো’বার্গে সেঞ্চুরিতে আকাশছোঁয়া নজির সূর্যকুমার যাদবের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Dec 14, 2023 | 10:13 PM

IND vs SA, Most T20I Century: তিনটি আন্তর্জাতিক সেঞ্চুরিতে রোহিত, ম্যাক্সওয়েলের পরেই ছিলেন সূর্যকুমার যাদব। তাদের সঙ্গে একই সারিতে এ বার মিস্টার ৩৬০ ডিগ্রি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিং প্যারাডাইস পেয়েছে দু-দল। জো-বার্গে টস হেরে প্রথমে ব্যাট করতে হয় ভারতকে। যদিও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ শুভমন গিল ও তিলক ভার্মা। হাফসেঞ্চুরি করেন যশস্বী জয়সওয়াল। তাঁর সঙ্গে শতরানের জুটি গড়েন সূর্যকুমার যাদব।

Suryakumar Yadav Century: জোবার্গে সেঞ্চুরিতে আকাশছোঁয়া নজির সূর্যকুমার যাদবের
Image Credit source: X

Follow Us

জোহানেসবার্গ: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আরও একটা সেঞ্চুরি। জো’বার্গে আকাশ ছোঁয়া নজির সূর্যকুমার যাদবের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি সেঞ্চুরির নিরিখে শীর্ষে ছিলেন রোহিত শর্মা এবং অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। দু-জনই ৪টি করে সেঞ্চুরি করেছেন। ভারতের বিরুদ্ধেই রোহিতের নজির ছুঁয়েছিলেন ম্যাক্সওয়েল। চার সেঞ্চুরির তালিকায় যোগ হল ভারতের আরও এক অধিনায়কের নাম। বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার সূর্যকুমার যাদব। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

তিনটি আন্তর্জাতিক সেঞ্চুরিতে রোহিত, ম্যাক্সওয়েলের পরেই ছিলেন সূর্যকুমার যাদব। তাদের সঙ্গে একই সারিতে এ বার মিস্টার ৩৬০ ডিগ্রি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিং প্যারাডাইস পেয়েছে দু-দল। জো-বার্গে টস হেরে প্রথমে ব্য়াট করতে হয় ভারতকে। যদিও সুযোগ কাজে লাগাতে ব্য়র্থ শুভমন গিল ও তিলক ভার্মা। হাফসেঞ্চুরি করেন যশস্বী জয়সওয়াল। তাঁর সঙ্গে শতরানের জুটি গড়েন সূর্যকুমার যাদব।

উল্টোদিকে উইকেট পড়লেও স্কাইয়ের দাপট থামানো যায়নি। হাফসেঞ্চুরি পেরোতেই যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন স্কাই। গ্যালারিতে পোস্টার স্কাই হ্যাজ নো লিমিট। প্রতি মুহূর্তে সেটাই বোঝালেন। একের পর এক ওভার বাউন্ডারি। শেষ দিকে চাপ বাড়ছিল। স্ট্রাইকই পাচ্ছিলেন না স্কাই। শেষ ওভারে ২ রান প্রয়োজন ছিল স্কাইয়ের। প্রথম বলেই মাইলফলকে ভারত অধিনায়ক। ৫৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন স্কাই। পরের বলেই অবশ্য আউট। ৫৬ বলে ১০০ রানের বিধ্বংসী ইনিংসের পর প্রোটিয়া ক্রিকেটাররাও শুভেচ্ছা জানান সূর্যকুমার যাদবকে।