নয়াদিল্লি : জার্সি মানেই আবেগ। ভারতীয় ক্রিকেট দলের জার্সির বিবর্তন হয়েছে সময়ের সঙ্গে। রেট্রো জার্সির আবেগ নতুন প্রজন্মের কাছে হয়তো কম। প্রতিটা প্রজন্মে যেমন কোনও এক ক্রিকেটারের রাজত্ব চলে, তেমনই ছাপ ফেলে জার্সিও। ভারতীয় ক্রিকেটে নতুন সফর শুরু হচ্ছে ৭ জুন। ২০১৩ সালের পর ভারত আইসিসির কোনও ট্রফি জেতেনি। ৭ জুন শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। উদ্বোধনী সংস্করণেও ফাইনালে জায়গা করে নিয়েছিল ভারত। টানা দ্বিতীয় বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিরাট কোহলিরা। তার আগেই ভারতের জার্সি বদল। নতুন জার্সিতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে ভারত। প্রকাশ্যেও এসেছে সেই জার্সি। প্র্যাক্টিস জার্সি আগেই প্রকাশ্যে এসেছিল। এ বার ম্যাচের জার্সিও। শুধু টেস্টই নয়, টি-টোয়েন্টি এবং ওডিআই ফরম্যাটের জন্যও নতুন জার্সি প্রকাশ্যে এসেছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
কয়েকটা দিনের অপেক্ষা। প্রস্তুতিও চলছে জোরকদমে। আগামী ৭-১১ জুন লন্ডন ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। সেটিই ছিল শেষ আইসিসি ট্রফি। এরপর থেকে সেমিফাইনাল কিংবা ফাইনাল অবধি উঠলেও ট্রফি অধরা। গত বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারত। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়। এ বার নতুন জার্সিতে নামছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। এতে ভাগ্য বদলায় কিনা সেটাই দেখার। মাঠের লড়াই খুবই কঠিন। ফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া। এই ফরম্যাটে গত তিনটি সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের পারফরম্যান্স খুবই ভালো। তবে নিরপেক্ষ ভেনুতে আইসিসি টুর্নামেন্টের ফাইনালে, পরিস্থিতি পুরোপুরি আলাদা হবে এ বিষয়ে সন্দেহ নেই।
An iconic moment, An iconic stadium
Introducing the new team India Jersey’s #adidasIndia #adidasteamindiajersey#adidasXBCCI @bcci pic.twitter.com/CeaAf57hbd— Adidas India (@adidasindiaoffi) June 1, 2023
শুধু মাত্র টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালই নয়, এ বছর ওডিআই বিশ্বকাপও রয়েছে। ভারতে হবে বিশ্বকাপ। সেখানেও নতুন জার্সিতে খেলবে টিম ইন্ডিয়া। কিট স্পনসর অ্যাডিডাসের এই নতুন উন্মোচন করেছে। টিম ইন্ডিয়ার এই জার্সি ডিজাইন করেছেন আকিব বানি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসের জার্সিও তাঁরই ডিজাইন করা।