বেশ কিছুদিন আগের কথা। হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভারতীয় টেনিসের গ্ল্যামার গার্ল সানিয়া মির্জাকে বিয়ে করছেন মহম্মদ সামি! স্বাভাবিক ভাবেই প্রবল আলোচনা শুরু হয়ে যায়। তার অন্যতম কারণ, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে সানিয়া মির্জার। অন্যদিকে, মহম্মদ সামিরও বিচ্ছেদ হয়েছে হাসিন জাহানের সঙ্গে। দুইয়ে দুইয়ে চার করার চেষ্টা! সানিয়া মির্জাকে সত্যিই বিয়ে করছেন মহম্মদ সামি? প্রসঙ্গ উঠতেই নানা জবাব দিলেন ভারতীয় ক্রিকেটের স্পিডস্টার মহম্মদ সামি।
একটি ইউটিউব শো-তে নানা বিষয়ে কথা বলেন মহম্মদ সামি। ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের পর থেকেই ক্রিকেটের বাইরে। চোট সারিয়ে ক্রমশ ফিট হয়ে উঠছেন। নেটে বোলিংও শুরু করে দিয়েছেন সামি। কবে ফিরবেন, তা অবশ্য এখনই নিশ্চিত নয়। ক্রিকেটীয় প্রশ্নের মাঝে আসে ব্যক্তিগত জীবনের প্রসঙ্গও। সেখানেই সানিয়ার সঙ্গে তাঁর বিয়ের জল্পনা প্রসঙ্গ ওঠে। কিছুক্ষণ চুপ করে থাকেন সামি। মুখে একটা মুচকি হাসি। তা যে সেই গুজব ছড়ানো লোকেদের বিরুদ্ধে বিদ্রুপ, সেটাই যেন বোঝান।
ইউটিউবে শুভঙ্কর মিশ্রর সঙ্গে আলোচনায় সানিয়া প্রসঙ্গে সামি বলেন, ‘সকলকে অনুরোধ করব, সোশ্যাল মিডিয়ায় একটু দায়বদ্ধ হন। এমন কোনও খবর ছড়াবেন না যাতে কারও ব্যক্তিগত জীবনে সমস্যা হতে পারে।’ তিনি খবরটা কীভাবে জানলেন, সে প্রসঙ্গে সামি যোগ করেন, ‘কী আর করব, ফোন খুললেই দেখছি নিজেরই ফটো। আর এই খবর। তবে আমি একটা বিষয় বলতে চাই, এ ভাবে কাউকে জড়ানো উচিত নয়। হতে পারে, আপনি মজার জন্যই এমনটা করেছে। তারপরও বলব, ভেবে চিন্তে মিম বানানো উচিত। সোশ্যাল মিডিয়ায় পরিচিতি লুকোনো বলেই যা খুশি পোস্ট করবেন, এটা ঠিক নয়।’
এখানেই থামেননি সামি। পরিষ্কার হুঁশিয়ারির সুরে বলেন, ‘আমি আরও একটা জিনিস বলতে চাই, যদি দম থাকে পরিচয় সামনে এনে এসব খবর পোস্ট করুন। তারপর বোঝাবো। অযথা লোকের পিছনে লাগা খুব সহজ। সময়গুলো এর জন্য খরচ না করে ভালো কিছু করুন, সফল হয়ে দেখান। নিজেকে উন্নত করুন। তখন বুঝব, আপনি সত্যিই ভালো মানুষ।’