Indian Cricket Team: অস্ত্রোপচার সফল, নিউজিল্যান্ড সিরিজের শেষে ফিরতে পারেন তিলক বর্মা
Tilak Varma: বৃহস্পতিবার বিসিসিআই সূত্রে বলা হয়েছে, চোট সেরে উঠতে তিলকের প্রায় তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ও শেষ ম্যাচে ফিরতে পারেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পুরোপুরি পাওয়া যাবে তিলককে। সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার সভাপতি জয়দেব শাহ এই ক্রিকেটারের চিকিৎসার বিষয়টি তদারকি করছেন।

কলকাতা: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাকি নেই এক মাসও। তার আগে খারাপ খবর। হঠাৎই তলপেটের ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হল ২৩ বছর বয়সি বাঁহাতি ব্যাটার তিলক বর্মাকে। রাজকোটে বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলতে গিয়ে হায়দরাবাদি ক্রিকেটার মারাত্মক ব্যাথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিৎসকেরা। এর ফলে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তিনি। তবে এ বিষয়ে স্বস্তির খবর দিয়েছে বিসিসিআই।
গত এক বছর ভারতের টি-টোয়েন্টি দলে তিলক বর্মা অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটার। ২০২৫ এশিয়া কাপ জয়ে তাঁর অবদান ছিল যথেষ্ট। ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৬৯ রান করে ম্যাচের নায়ক হয়েছিলেন এই ক্রিকেটার। তিলক না থাকায় টি-টোয়েন্টি সিরিজে ফিরতে পারেন ভারতের ওডিআই দলের সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার। সিরিজ শুরু ২১ জানুয়ারি,নাগপুরে। তবে ভারতের টেস্ট ও ওডিআই অধিনায়ক শুভমান গিলকে এই সিরিজে নেওয়ার সম্ভাবনা কম বলেই জানা যাচ্ছে। কারণ, তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নেই।
বৃহস্পতিবার বিসিসিআই সূত্রে বলা হয়েছে, চোট সেরে উঠতে তিলকের প্রায় তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ও শেষ ম্যাচে ফিরতে পারেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পুরোপুরি পাওয়া যাবে তিলককে। সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার সভাপতি জয়দেব শাহ এই ক্রিকেটারের চিকিৎসার বিষয়টি তদারকি করছেন। শাহ জানান, “তিলকের সফল অস্ত্রোপচার হয়েছে। এখন ভালো আছে। আজই হাসপাতাল থেকে ছাড়া পাবে। বিশ্বকাপের আগেই সম্পূর্ণ ফিট হয়ে উঠবে তিলক।”
ভারত বিশ্বকাপ অভিযান শুরু করবে আগামী ৭ ফেব্রুয়ারি। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ। তার আগে টিম ম্যানেজমেনট চাইছে, তিলক বর্মা যেন পুরো ফিট হয়ে ওঠেন।
