ডাবলিন: তিনি রজনীকান্তের (Rajinikanth) বিরাট ফ্যান। সুযোগ পেলেই তিনি থালাইভার সিনেমা দেখতে ছোটেন। মাত্র ৭ বছর বয়স থেকে রজনীর ভক্ত তিনি। কথা হচ্ছে ভারতীয় তারকা ক্রিকেটার সঞ্জু স্যামসনকে (Sanju Samson) নিয়ে। চলতি বছরের মার্চে রজনীকান্তের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন সঞ্জু স্যামসন। তখন তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, রজনীর প্রতি তাঁর ভালোবাসার কথা। বর্তমানে ডাবলিনে রয়েছেন সঞ্জু। আইরিশদের বিরুদ্ধে (IND vs IRE) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছেন। আর এ দিকে ১০ অগস্ট মুক্তি পেয়েছে রজনীকান্তের নতুন সিনেমা ‘জেলার’। যেহেতু সারা বিশ্বের বিভিন্ন সিনেমা হলে রমরমিয়ে চলছে ‘জেলার’ সিনেমাটি, তাই তা দেখার সুযোগ হাতছাড়া করলেন না সঞ্জু। ডাবলিন থেকেই সঞ্জু দেখলেন প্রিয় রজনীর নতুন সিনেমা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ডাবলিনে সম্প্রতি রজনীকান্তের ‘জেলার’ সিনেমার প্রিমিয়ার হয়েছিল। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঞ্জু স্যামসন। ভারত-আয়ার্ল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন ধারাভাষ্য দিতে গিয়ে প্রাক্তন আইরিশ ক্রিকেটার নায়ল জন ও’ব্রায়ান জানান, সম্প্রতি সঞ্জু তাঁর প্রিয় অভিনেতার সিনেমা দেখেছেন। এই প্রথম বার রজনীর সিনেমা দেখলেন সঞ্জু তেমনটা নয়। বরং সঞ্জু জানিয়েছেন, রজনীকান্তের সিনেমা রিলিজ করলেই, তিনি তা প্রেক্ষাগ্রহে গিয়ে দেখেন।
Sanju Samson’s love for Thalaivar #SuperStarRajinikanth 🔥#SanjuSamson was at the premiere of #Jailer pic.twitter.com/k8zs5y1hn9
— Cini Sports Entertainment (@cinisportent) August 20, 2023
১২ মার্চ সঞ্জু তাঁর প্রিয় অভিনেতা রজনীকান্তের সঙ্গে নিজের এক ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তাতে তিনি লেখেন, ‘আমি ৭ বছর বয়সেই এক সুপার রজনী ফ্যান হয়ে গিয়েছিলাম। আমি আমার মা-বাবাকে বলেছিলাম, একদিন আমি রজনী স্যারের সঙ্গে তাঁর বাড়িতে দেখা করব। ২১ বছর পর এল সেই দিন। থালাইভা আমাকে তাঁর বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন।’
At the age of 7 already being a Super Rajni fan,,I told my parents ..See one day I will go and meet Rajni sir in his house…
After 21 years,that day has come when The Thalaivar invited me..☺️🙏🏽 pic.twitter.com/FzuWWqJkif— Sanju Samson (@IamSanjuSamson) March 12, 2023
পল স্টার্লিংদের বিরুদ্ধে পরপর ২টো টি-২০ ম্যাচ জিতে সিরিজ মুঠোয় ভরেছে জসপ্রীত বুমরার ভারত। আজ, বুধ সন্ধ্যায় ডাবলিনে আইরিশদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে নামবে মেন ইন ব্লু। তারপর শুরু হবে ভারতের এশিয়া কাপ অভিযান। এ বারের এশিয়া কাপে ভারতীয় টিমের সঙ্গে স্ট্যান্ডবাই প্লেয়ার হিসেবে সফর করবেন সঞ্জু স্যামসন।