Sanju Samson: মানসিক নাকি ব্যাটিং ত্রুটি? সঞ্জুর সমস্যা কোথায়, দেখালেন রামন

Indian Cricket Team: ২০২৪ সাল সঞ্জুকে আবার আলোচনায় এনেছিল। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি আন্তর্জাতিক ম্য়াচে সেঞ্চুরি করেছিলেন তিনি। যদিও সেই সময়েও একাধিক শূন্য রানের ইনিংস ছিল তাঁর। আবারও সেই ছকে তাঁকে ফিরিয়ে এলেছিলেন কোচ গৌতম গম্ভীর।

Sanju Samson: মানসিক নাকি ব্যাটিং ত্রুটি? সঞ্জুর সমস্যা কোথায়, দেখালেন রামন
সঞ্জুর কীসের সমস্যা?Image Credit source: PTI

| Edited By: সুপ্রিয় ঘোষ

Jan 27, 2026 | 3:27 PM

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই বড় হয়ে উঠছে প্রশ্নটা। সঞ্জু স্যামসনকে কি একাদশে দেখা যাবে? উইকেটকিপার ও ব্যাটার সাঞ্জু সুযোগ পেলেও ধারাবাহিকতাই তাঁর সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচে ১০,৬, ০ করেছেন তিনি। তিন ইনিংসে মাত্র ১৩ মিনিট মাঠে ছিলেন। যা বেশ চাপে ফেলে দিয়েছে সঞ্জুকে। কেরলের ক্রিকেটারের সমস্যা এতেই শেষ হচ্ছে না। একই সময়ে ঈশান কিষাণ ৭৬ ও ২৮এর মতো কার্যকর ইনিংস খেলে নির্বাচকদের সামনে নিজেকে প্রমান করেছেন। ফলে চাপ আরও বাড়ছে সঞ্জুর। প্রশ্ন উঠছে, ব্যাটিংয়ের ক্ষেত্রে কোনও টেকনিক্যাল সমস্যা তৈরি হয়েছে তাঁর? নাকি মানসিক সমস্যায় ভুগছেন?

২০২৪ সাল সঞ্জুকে আবার আলোচনায় এনেছিল। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি আন্তর্জাতিক ম্য়াচে সেঞ্চুরি করেছিলেন তিনি। যদিও সেই সময়েও একাধিক শূন্য রানের ইনিংস ছিল তাঁর। আবারও সেই ছকে তাঁকে ফিরিয়ে এলেছিলেন কোচ গৌতম গম্ভীর। কিন্তু ২০২৫ ইংল্যান্ড সিরিজে ব্য়র্থ হন। পাঁচটি ইনিংসে রান আসে হাতে গোনা। তাকে নামানো হয় পাঁচ নম্বরে, এবং তাতেও ব্যর্থ হন তিনি। ফের ওপেনার হিসেবে সুযোগ পান, গিল এবং জিতেশ শর্মা দল থেকে বাদ পড়ায়। কিন্তু বিশ্বকাপের ঠিক আগে আবারও ব্যাটিং ফর্ম ও কিপিং নিয়ে প্রশ্নের মুখে সঞ্জু।

প্রাক্তন কোচ ডব্লিউভি রামন মনে করেন, ‘সমস্যা দু’দিকেই। এক-এক রকমের বোলারদের বিরুদ্ধে ব্যাট স্পিড এক-এক রকম হয়। সঞ্জুর ক্ষেত্রে একই থাকছে। যা ওকে সমস্যায় ফেলছে। গতির সঙ্গে মানিয়ে নিতে হবে ওকে। যে বোলারের গতি কম, তার বিরুদ্ধে খেলাটা সমস্যার। এ ক্ষেত্রে ব্যাটের স্পিড অ্যাডজাস্ট করতে হয়।’ এতেই শেষ নয়, রামনের মনে হচ্ছে মানসিক সমস্যতেও ভুগছেন সঞ্জু। ভারতের সাদা বলের টিমে প্রবল প্রতিযোগিতা। এই লড়াইয়ে জেতার মতো প্রতিভা রয়েছে সঞ্জুর। কিছুদিন আগে সূর্যকুমার যাদবও ছন্দ হারিয়েছিলেন। সঞ্জুও এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। দ্রুত কেটে যাবে বিশ্বাস রামনের।