শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেট, জানুয়ারিতে মুস্তাক আলি ট্রফি
ঘরোয়া ক্রিকেট ফেরায় খুশি দেশের ক্রিকেটাররা। খেলার সুযোগ না পেয়ে সমস্যার মুখে পড়েছিলেন তারা। এবার কিছুটা হলেও স্বস্তিতে ক্রিকেটাররা।
TV9 বাংলা ডিজিটাল- করোনা পর্ব থেকে লকডাউন। গোটা দুনিয়ার মত থমকে গিয়েছিল এ দেশের ক্রিকেটও। আইপিএলের হাত ধরে আবার ক্রিকেট শুরু হয়েছে। তবে বিলিয়ন ডলার লিগের ম্যাচগুলি হয়েছে আরব দেশে। তাই প্রকৃত অর্থে দেশের মাটিতে এখনও শুরু হয়নি ক্রিকেট। এবার সেই অপেক্ষার অবসান। জানুয়ারিতে শুরু হচ্ছে ভারতের ঘরোয়া ক্রিকেট। লড়াই হবে মুস্তাক আলি টি-২০ ট্রফিতে (Mushtaq Ali trophy)।
আরও পড়ুন – ভারতীয় পেসারদের ওপর আস্থা আকাশের
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়েছে, জানুয়ারির (January) ১০ তারিখ থেকে ৩১ তারিখের মধ্যে হবে এই টি-২০ টুর্নামেন্ট। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ছটি রাজ্যের মাঠে হবে খেলা। সেখানে তৈরি করা হবে বায়ো সিকিওর বাবল। জানুয়ারির ২ তারিখের মধ্যে নিজেদের ম্যাচ ভেনুতে পৌঁছতে হবে দলগুলিকে। রাজ্য সংস্থাগুলিকে পাঠানো ইমেল বার্তায় এমনটাই জানিয়েছেন বোর্ড সচিব জয় শাহ।
আরও পড়ুন – ফের মুখোমুখি ব্রাজিল-আর্জেন্তিনা, কিন্তু ক্রিকেটে
অনেকদিন ধরেই দাবি উঠছিল ঘরোয়া ক্রিকেট (domestic cricket) চালু করার। মুস্তাক আলি ট্রফি দিয়ে সেই লক্ষ্যেই যাত্রা শুরু বোর্ডে। তবে এখনও রঞ্জি ট্রফি নিয়ে কোনও সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি বিসিসিআই। সচিব জয় শাহ জানিয়েছেন, মুস্তাক আলি ট্রফির গ্রুপ পর্বের ম্যাচের সময়ে, রঞ্জি ট্রফি ও বিজয় হাজারে ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তাঁরা। মাথায় রাখা হবে বিভিন্ন রাজ্য সংস্থা গুলোর দেওয়া প্রস্তাব।