ভারতীয় পেসারদের ওপর আস্থা আকাশের
চড়ছে উন্মাদনার পারদ। তুঙ্গে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) টেস্ট সিরিজ (Test series) নিয়ে প্রাক্তনদের উৎসাহ।
ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমান ধারাভাষ্যকার আকাশ চোপড়া (Aakash Chopra) মনে করেন, ভারতীয় পেস বোলিং চাপে ফেলতে পারে অজিদের। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের কাবু করতে জসপ্রীত বুমরা, মহম্মদ সামির মতো ফাস্ট বোলারদের ওপর আস্থা রাখা যায়, বলছেন আকাশ। ভারতের প্রাক্তন ক্রিকেটার তাঁর নিজের সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বলেছেন, সামি-বুমরার সঙ্গে তৃতীয় পেসারের জায়গা নিতে তৈরি মহম্মদ সিরাজ, উমেশ যাদব এবং নবদীপ সাইনির মত বোলাররা। তাঁদের অজি ক্রিকেটারদের চাপের মুখে ফেলার ক্ষমতা রয়েছে। আকাশ বলছেন, ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতি অজিদের ব্যাটিংকে চিন্তায় রাখবে।
যদিও ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন (Michael Vaughan) মনে করেন, ভারত প্রথম টেস্টে জিততে না পারলে সিরিজে হোয়াইট ওয়াশ হবে টিম ইন্ডিয়া। পিঙ্ক বলে অস্ট্রেলিয়ার খেলার অভিজ্ঞতা অনেক বেশি। তাদের সাফল্যও আকাশছোঁয়া। ভারত বাংলাদেশের বিরুদ্ধে একটিমাত্র ম্যাচ খেলেছে গোলাপি বলে। এক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে মাইকেল ভন বলেন, “ভারত মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড এবং প্যাট কামিন্সের মুখোমুখি হবে। কাজটা কঠিন।”
আরও পড়ুন: অজি শিবিরে স্বস্তি, দলে ফিরছেন স্টার্ক