Sachin Tendulkar: সারার পর ডিপ ফেক ভিডিয়োর শিকার খোদ বাবা! সচিন তেন্ডুলকর বললেন…

Jan 15, 2024 | 5:12 PM

গত বছরের শেষের দিকে ডিপ ফেক ভিডিয়ো নিয়ে বিরাট হইচই পড়ে গিয়েছিল। রশ্মিকা মান্ধানার মতো সেলিব্রিটির এক ডিপ ফেক ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায়। শুধু তাই নয়, সচিনকন্যা সারা তেন্ডুলকরের ভারতের ওপেনার শুভমন গিলের সঙ্গে ডিপ ফেক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তা নিয়ে সরব হয়েছিলেন সারা। এ বার ডিপ ফেকের (Deep Fake) শিকার খোদ মাস্টার ব্লাস্টার।

Sachin Tendulkar: সারার পর ডিপ ফেক ভিডিয়োর শিকার খোদ বাবা! সচিন তেন্ডুলকর বললেন...
ডিপ ফেক ভিডিয়োর শিকার সচিন তেন্ডুলকর, সকলের উদ্দেশ্যে বললেন...
Image Credit source: X

Follow Us

কলকাতা: প্রযুক্তি এখন সকলের হাতের মুঠোয়। তাতে একদিকে যেমন সকলের সুবিধে হয়েছে, তেমনই একাধিক অসুবিধেও তৈরি হয়েছে। দিন দিন প্রযুক্তির যত উন্নতি হচ্ছে, বিভিন্ন অপরাধের সংখ্যা বাড়ছে। গত বছরের শেষের দিকে ডিপ ফেক ভিডিয়ো নিয়ে বিরাট হইচই পড়ে গিয়েছিল। রশ্মিকা মান্ধানার মতো সেলিব্রিটির এক ডিপ ফেক ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায়। শুধু তাই নয়, সচিনকন্যা সারা তেন্ডুলকরের ভারতের ওপেনার শুভমন গিলের সঙ্গে ডিপ ফেক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তা নিয়ে সরব হয়েছিলেন সারা। এ বার ডিপ ফেকের (Deep Fake) শিকার খোদ মাস্টার ব্লাস্টার। তাতে রীতিমতো ক্ষুব্ধ সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)।

নিজের সোশ্যাল মিডিয়া মারফত সকলের উদ্দেশ্যে সচিন তেন্ডুলকর প্রযুক্তির অপব্যবহার বন্ধ করার বার্তা দিয়েছেন। আসলে, সোশ্যাল মিডিয়ায় সচিনের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, তিনি একটি গেমিং অ্যাপ্লিকেশনের প্রচার করছেন। সেই ভিডিয়োতে সচিনকে ওই গেমিং অ্যাপ্লিকেশনের মারফত অর্থ উপার্জনের সুবিধে নিয়ে বলতে শোনা যায়। ৩০ সেকেন্ডের সেই ভিডিয়োটি নিজের সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করে সচিন তেন্ডুলকর সকলকে সচেতন হওয়ার বার্তা দিয়েছেন।

মাস্টার ব্লাস্টার ওই ভুয়ো ভিডিয়োটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘এই ভিডিয়োটি নকল। মানুষকে ঠকানোর জন্য এটি বানানো হয়েছে। এ ভাবে প্রযুক্তির অপব্যবহার হতে দেখে খারাপ লাগছে। সকলের কাছে আমার অনুরোধ এই ভিডিয়ো, বিজ্ঞাপন এবং অ্যাপ্লিকেশন দেখলে শীঘ্রই রিপোর্ট করুন।’

সচিন তেন্ডুলকর সকলকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার জন্য আরও সচেতনও হতে বলেছেন। তিনি এ বিষয়ে লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকেও এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। এবং তাদের বিরুদ্ধে করা অভিযোগের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। ভুল তথ্য এবং সংবাদ ছড়ানো বন্ধ করতে এবং ডিপফেকের অপব্যবহার বন্ধ করতে তাদের ভূমিকা এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ভারতীয় কিংবদন্তি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সোশ্যাল মিডিয়া সাইট X এ তাঁর ফলোয়ার্স সংখ্যা ৩৯.৬ মিলিয়ন। ইন্সটাগ্রামে সচিন তেন্ডুলকরের ফলোয়ার্স ৪৬.৩ মিলিয়ন। তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে।

Next Article