কলকাতা: সেই চাপা গুঞ্জন এখন খুল্লামখুল্লা। মুম্বইয়ের এক রেস্তোরাঁয় বুধবারও দেখা গিয়েছে সচিন তেন্ডুলকরের মেয়ে সারাকে। কে ছিলেন সঙ্গে? উত্তর দেওয়ার জন্য পুরস্কার নেই। শুভমন গিল। চব্বিশ ঘণ্টা পর সেই তিনিই মাতিয়ে দিলেন ওয়াংখেড়ে। ১২ বছর আগে এই শ্রীলঙ্কার বিরুদ্ধেই বিশ্বকাপের ফাইনালে দিল্লির এক ছেলেকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল ক্রিকেট দুনিয়া। বৃহস্পতিবার গিলের উল্টো দিকে দাঁড়িয়ে ছিলেন সেই বিরাট কোহলি। ক্রিকেট কিংবদন্তির জন্ম দেয়। ক্রিকেট চিনিয়ে দেয় আগামী তারকাকে TV9Bangla Sportsএ বিস্তারিত।
বিশ্বকাপের আগে থেকেই আলোচনায় ছিলেন শুভমন। আরও ভালো করে বললে, কেকেআর ছেড়ে গুজরাট টাইটান্সে পা দেওয়ার পর থেকেই নিজেকে চিনিয়েছেন। চলতি বছর ওয়ান ডে ক্রিকেটে দারুণ সফল ছিলেন পঞ্জাবের ছেলে। বিশ্বকাপেও তাই রোহিতের ওপেনিং পার্টনার হিসেবে ছিলেন প্রথম পছন্দ। কিন্তু ডেঙ্গির কারণে শুরুর কয়েকটি ম্য়াচ মিস করেন তারকা ওপেনার শুভমন গিল। অসুস্থতা কাটিয়ে ব্য়াট-বলের বৃত্তে ফিরেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে। তবে কয়েকটি ম্যাচে সেই চেনা ছন্দে পাওয়া যায়নি গিলকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্য়াটের প্রত্যাশিত সেঞ্চুরি অল্পের জন্য মিস করলেন শুভমন। ৯২ রানের ইনিংস খেলে দলকে অনেকটাই স্বস্তি দিয়ে গেলেন প্রিন্স।
এ বারই বিশ্বকাপে অভিষেক হয়েছে গিলের। প্রথমে ভাগ্য সঙ্গ না দিলেও, যত তাড়াতাড়ি সম্ভব বিছানা ছেড়ে বাইশ গজে ফিরেছেন এই তরুণ ওপেনার। ছন্দে ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরুতেই রোহিতের উইকেট হারিয়ে চাপে ভারত, তখন বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে দুর্দান্ত ইনিংস খেলেন গিল। বিশ্বকাপে এই নিয়ে দু’বার হাফ সেঞ্চুরি এল তাঁর ব্যাটে। ধীরে-ধীরে ফর্মে ফিরছেন, তা বুঝিয়ে দিলেন ভালো মতো। যেন কথা বলে উঠল তাঁর ব্যাট। মুম্বই পৌঁছেই সচিন কন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে একান্তে সময় কাটিয়ে ছিলেন গিল। সকলের নজর এড়াতে চাইলেও পাপারাৎজিদের ক্যামেরার শেষমেষ ধরা পড়েন দু’জন। এক কথায়, সোশ্যাল মিডিয়ার হটকেক শুভমন-সারা। নেটিজেনরা এখনই সারার নামের পাশে ‘ভাবি’ ও জুড়ে দিয়েছেন। আজ, ওয়াংখেড়েতে গিলের ম্যাচ দেখতে হাজির সারা। শুভমন চার, ছয় মারলেই সারার মুখে মিষ্টি হাসি! মাঠে রয়েছেন খোদ সচিন তেন্ডুলকরও। গিল যখন ব্যাট করছেন, টিভি ক্যামেরা খুঁজে নিচ্ছে সারাকে। সপরিবারে ওয়াংখেড়েতে হাজির ছিলেন সচিন। মাত্র ৮ রানে সেঞ্চুরি মিস করায় শুভমনের মতো সারাও নিশ্চয় হতাশ হয়েছেন।