Bangla NewsSportsCricket news Indian opener Shubman Gill's net Worth and brand endorsements, cricket earning details
Shubman Gill: ২৪ বছর বয়সে কত কোটির সম্পত্তি বানিয়েছেন শুভমন গিল?
Shubman Gill's net Worth: টিম ইন্ডিয়ার তারকা ওপেনার শুভমন গিলের খুঁটিনাটি জানার আগ্রহ রয়েছে একাধিক ক্রিকেট প্রেমীর। 'ভারতীয় ক্রিকেটের প্রিন্স' শুভমন গিলের মোট সম্পত্তির পরিমাণ জানেন? বছর ২৪। আর এই অল্প বয়সেই কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছেন শুভমন গিল। এ বার চব্বিশের আইপিএলে টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি শুভমন গিলকে নতুন ভূমিকায় দেখা যাবে। কারণ, গুজরাট টাইটান্সের ক্যাপ্টেনের দায়িত্ব পেয়েছেন তিনি।