AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 World Cup 2022: ভারতের হারের পিছনে কাকে দায়ী করছেন ওয়াটসন?

Shane Watson: অ্যাডিলেডে ইংল্যান্ডের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল থেকে ছিটকে গেছে ভারত। ভারতীয় টিমের ব্যর্থতা নিয়ে চর্চা হচ্ছে বিভিন্ন মহলে। সেই চর্চাতে এ বার যোগ দিয়ে ওয়াটসন বললেন...

T20 World Cup 2022: ভারতের হারের পিছনে কাকে দায়ী করছেন ওয়াটসন?
Image Credit: twitter
| Edited By: | Updated on: Nov 12, 2022 | 4:07 PM
Share

মেলবোর্ন: টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2022) সেমিফাইনালে ভারতের লজ্জাজনক হার। বিশ্বমানের ব্যাটিং লাইন আপ। বোলিংয়েও টি-টোয়েন্টিতে অন্যতম সেরা। অথচ সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হার। বারবার আইসিসি টুর্নামেন্টে নকআউটে পৌঁছে এ ভাবে হতাশা নিয়ে ফেরা। শেষ বার ২০১৩ সালে আইসিসির কোনও ট্রফি জিতেছিল ভারত (Team India)। দ্বি-পাক্ষিক সিরিজে একের পর এক ভালো ফল হলেও মাল্টিনেশন প্রতিযোগিতায় এমন হাল কেন? সেমিফাইনালে ভারতের হার নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন অনেকে। এ বার নিজের মত দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার শেন ওয়াটসন (Shane Watson)। ভারতীয় টিমের ব্যর্থতার জন্য কাকে দুষছেন ওয়াটসন? তুলে ধরল Tv9Bangla

অ্যাডিলেডে ইংল্যান্ডের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল থেকে ছিটকে গেছে ভারত। ভারতীয় টিমের ব্যর্থতা নিয়ে চর্চা হচ্ছে বিভিন্ন মহলে। সেই চর্চাতে এ বার যোগ দিয়ে ওয়াটসন বললেন, “ভারতীয় ক্রিকেটাররা প্রথম থেকেই খুব ভীত ছিল ইংল্য়ান্ডের বিরুদ্ধে। তাদের চোখেমুখে তা স্পষ্ট ফুটে উঠছিল। সেমিফাইনালের মতো বড় ম্যাচে তাদের এহেন আচরণ একেবারেই কাম্য নয়। বড় ম্যাচ খেলতে যাওয়ার জন্য আরও দৃঢ় মনোবলের প্রয়োজন।” অ্যাডিলেডের মতো ব্যাটিং সহায়ক পিচে ভারতের ওপেনিং জুটির পারফরম্যান্সও স্ক্যানারে। রোহিত ও রাহুল কেন ভরসা দিতে পারলেন না, সেই নিয়েও প্রশ্ন তোলেন ওয়াটসন।

ভারতের পরাজয়ের পর কোচ রাহুল দ্রাবিড় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, অস্ট্রেলিয়ার পিচ-পরিস্থিতি ভারতীয় টিমের অনেকের কাছেই অপরিচিত ছিল। কিন্তু ইংল্যান্ড ক্রিকেটারদের কাছে অস্ট্রেলিয়ার পরিস্থিতি অনেকটাই চেনা। যা কিছুটা হলেও তাঁদের সাহায্য করেছে। ভারতের প্রাক্তন অধিনায়ক ও কোচ অনিল কুম্বলে এই প্রসঙ্গ টেনেই ভারতীয় যুব ক্রিকেটারদের বিদেশি লিগে খেলতে দেওয়ার জোরাল দাবি তোলেন। এ বার ওয়াটসনের মন্তব্যেও সেই একই ইঙ্গিত। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে খেলেন ইংল্যান্ড ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার মাঠে খেলার অভিজ্ঞতা কিছুটা হলেও তাঁদের সাহায্য করেছে বলেই মনে করছেন ওয়াটসন।

ইংল্যান্ডের দুর্দান্ত ভয়ডরহীন পারফরম্যান্সের প্রশংসা করতেও ভোলেননি ওয়াটসন। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের দাপুটে পারফরম্যান্সেরও প্রশংসা করেন। বলেন, “সাধারণত পাকিস্তান খুব আবেগপ্রবণ দল। ওরা যদি বিধ্বংসী শুরু করে, থামানো কঠিন হতে পারে। তবে পাকিস্তানকে আবেগ নিয়ন্ত্রণ করতে হবে।” রবিবার মেলবোর্নের ফাইনালে কোন দল জিতবে, তা নিয়ে অবশ্য কোনও অনুমানের পথে হাঁটেননি ওয়াটসন।