কলকাতা: ভারতীয় ক্রিকেটে এখন বিয়ের মরসুম। আইপিএল (IPL 2023) শেষ হতেই বিয়ে সেরে ফেলেছেন চেন্নাই সুপার কিংস তারকা ঋতুরাজ গায়কোয়াড়। মহারাষ্ট্রের মহিলা ক্রিকেটার উৎকর্ষা পাওয়ারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। তাঁর বিয়ের রেশ কাটতে না কাটতেই ফের বিয়ের সানাই বাজল ভারতীয় ক্রিকেটে। ভারতীয় ক্রিকেটারদের দম ফেলার ফুরসত নেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final 2023) স্কোয়াডে থাকা ক্রিকেটারদের আইপিএল শেষ হতেই ছুটতে হয়েছে লন্ডনে। বুধবার থেকে লন্ডনের ওভাল স্টেডিয়ামে শুরু হয়ে যাচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। একদিকে যখন টেস্ট বিশ্বকাপের মহারণ তখন অন্যদিকে নাচা-গানা, আনন্দোৎসবে দুই হৃদয়ের মিলনের প্রস্তুতি। বিস্তারিত রইল TV9 Bangla Sports–র এই প্রতিবেদনে।
ভারতীয় দলের ডান হাতি পেসার তথা প্রাক্তন কলকাতা নাইট রাইডার্স তারকা প্রসিধ কৃষ্ণ মঙ্গলবার বাগদান সেরে নিলেন বান্ধবী রচনা কৃষ্ণর সঙ্গে। বর্তমানে আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের সদস্য প্রসিধ। এনগেজমেন্টের একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছে রয়্যালস কর্তৃপক্ষ। ছবিটি দেখে এক ঝলকে গায়ে হলুদের অনুষ্ঠান বলে মনে হতে পারে। কর্নাটকের পেসার প্রসিধ ও তাঁর বাগদত্তা রচনাকে দেখা গিয়ে হলুদ রঙের পোশাকে। অনুষ্ঠানের থিম কালার ছিল হলুদ। অনুষ্ঠান স্থল সাজানো ছিল হলুদ ফুলে। ট্র্যাডিশনাল নিয়মে বাগদান সারলেও দুই লাভ বার্ডসের পরনে ছিল হলুদ রঙের এথনিক পোশাক।
চোটের কারণে ২০২২ সাল থেকে ২২ গজের বাইরে প্রসিধ কৃষ্ণ। গত মরসুমে রাজস্থানের হয়ে দারুণ পারফর্ম করেছিলেন। ১৭টি ম্যাচে ১৯টি উইকেট নিয়েছিলেন। ২০২৩ আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে নামতে পারেননি। ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ হয়েছিল প্রসিধের। জাতীয় দলের হয়ে ১৪টি ওডিআই ম্যাচ খেলেছেন।