লন্ডন: ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে নাম লেখাতে চলেছেন আরও এক ভারতীয়। জানা গিয়েছে, ভারতীয় টেস্ট ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ত অজিঙ্কা রাহানের লিসেস্টারশায়ারের খেলতে চলেছেন। রাহানের আগমনে লিসেস্টারশায়ার টিম শক্তিশালী হবে বলেই মনে করা হচ্ছে। যদিও ২০২৩ সালের কাউন্টি ক্রিকেটের যাবতীয় তথ্য এখনও অজানা, তাসত্ত্বে মনে করা হচ্ছে লিসেস্টারশায়ারের হয়ে চ্যাম্পিয়নশিপ ক্রিকেট ও রয়্যাল লন্ডন কাপে খেলতে দেখা যেতে পারে রাহানেকে। যদি রাহানের খেলার আইপিএলে তাঁর দেওয়া প্রতিশ্রুতির ওপর অনেকটাই নির্ভর করছে।
এর আগে হ্যাম্পশায়ারের হয়ে খুব অল্পদিন খেলেছিলেন ভারতের এই ডান হাঁতি ব্যাটসম্যান। লিসেস্টারশায়ারে রাহানের অন্তর্ভুক্তি সেই দলের ব্যাটিং লাইন আপকে আরও জোরাল করবে এবং সেখানে ভারতে প্রতিনিধিত্বও বাড়বে। এই বছরের কাউন্টি চ্যাম্পিয়নশিপে একটি ম্যাচেও জয় পায়নি লিসেস্টারশায়ার। পয়েন্ট টেবিলে তারা সাসেক্সের নিচে ছিল।
তবে লিসেস্টারশায়ারে ১৮ বছর বয়সী স্পিনার রেহান আহমেদ প্রত্যাশা তৈরি করেছেন। গত কাউন্টিতেই তিনি প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন এবং ডার্বিশায়ারের বিরুদ্ধে ৫ উইকেট তুলে নিয়েছেন। রাহানের অন্তর্ভুক্তি এই তরুণ খেলোয়াড়ের কাছেও গুরুত্বপূর্ণ হতে পারে। ৩৪ বছর বয়সী রাহানে এই মুহূর্তে ভারতের জাতীয় দলের অন্তর্ভুক্ত নয়। কিন্তু দেশের হয়ে তিনি ৮২টি টেস্ট এবং ৯০টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। এমনকী সহ-অধিনায়ক হিসেবে তাঁকে বিরাট কোহলিকে সঙ্গ দিতেও দেখা গিয়েছে।
বিগত কয়েকবছরে কাউন্টি ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের অন্তর্ভুক্তি চোখে পড়ার মতো বেড়ে গিয়েছে। সোমবার আরও একটি কাউন্টি দল সাসেক্স জানিয়েছে, তাদের দলে ভারতীয় ব্যাটার চেতেশ্বক পুজারা ফিরে আসছেন। বিসিসিআই আইপিএলের মতো টি টোয়েন্টি লিগ ছাড়া ৪ দিনের ডোমেস্টিক ক্রিকেটে প্লেয়ারদের খেলার অনুমতি দিয়েছে।