বুমরাকে টপকে গেলেন চাহাল

Mar 13, 2021 | 4:28 PM

শুক্রবার মোতেয়ার (Motera) খেলতে নামার আগে পর্যন্ত চাহাল (Yuzvendra Chahal) ও বুমরা (Jasprit Bumrah) ছিলেন সেয়ানে সেয়ানে।

বুমরাকে টপকে গেলেন চাহাল
সৌজন্য়ে-বিসিসিআই টুইটার

Follow Us

আমদাবাদ: মোতেরায় (Motera) প্রথম টি-২০ (1st T20) ম্যাচে হেরেছে বিরাট কোহলির (Virat Kohli) ভারত (India)। কিন্তু ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এ দিন গড়েছেন এক নয়া রেকর্ড। কুড়ি-বিশের ক্রিকেটে ভারতের হয়ে সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড এখন চাহালের ঝুলিতে। তার পাশাপাশি চাহাল টপকে গেলেন ভারতীয় পেসার জশপ্রীত বুমরার (Jasprit Bumrah) রেকর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলছেন না বুমরা। শুক্রবার মোতেয়ার খেলতে নামার আগে পর্যন্ত চাহাল ও বুমরা ছিলেন সেয়ানে সেয়ানে। দু’জনই আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৫৯টি উইকেট নিয়েছিলেন। কিন্ত প্রথম টি-২০ ম্যাচে ইংল্যান্ডের ওপেনার জস বাটলারের উইকেট তুলে নিয়ে চাহাল পূর্ণ করলেন ৬০টি উইকেট।

আরও পড়ুন: ভারত হারলেও রেকর্ড গড়ল মোতেরা

এ ছাড়াও ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচটি ভারতীয় স্পিনার চাহালের কাছে একটি বিশেষ ম্যাচ। লেগ স্পিনার চাহালের এটি শততম আন্তর্জাতিক ম্যাচ ছিল। যিনি গত ৪ বছর ধরে সীমিত ওভারের ক্রিকেটে ভারতের হয়ে নিয়মিত খেলছেন। যদিও সাদা জার্সিতে অভিষেক হয়নি এখনও চাহালের। নিজের রেকর্ড ম্যাচে নতুন এক রেকর্ড গড়লেন ভারতের তরুণ স্পিনার। বুমরা ৫০টি টি-২০ ম্যাচে ৫৯ উইকেট নিয়েছেন। চাহাল চার ম্যাচ বাকি থাকতেই টপকে গেলেন বুমরাকে। এ দিনের ম্যাচে প্রথম উইকেট নেন চাহাল। জেসন রয় ও জস বাটলার জুটিকে শেষমেশ ভাঙতে সফল হন তিনি।

 

মোতেরায় প্রথম টি-২০ ম্যাচে জোফ্রা আর্চারদের আগুনে বোলিংয়ের সামনে টিকতেই পারেননি ভারতীয় ক্রিকেটাররা। একা শ্রেয়স আইয়ার লড়াই চালিয়ে যান। ঋষভ পন্থও প্রথম দিকে বেশ নজর কেড়েছিলেন আর্চারকে মারা দুরন্ত শটে। দীর্ঘদিন পর নীল জার্সিতে ফিরে পন্থ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। ভারত ১২৫-র ছোটখাটো টার্গেট দেয় মর্গ্যানদের। ২৭ বল বাকি থাকতেই যে টার্গেট পূর্ণ করেন ইংলিশ ক্রিকেটাররা। এ বার ক্রিকেটবিশ্বের নজর থাকবে পরের ম্যাচে কোহলিরা ঘুরে দাঁড়াতে পারেন কিনা সেটাই দেখার।

Next Article