Independence Day 2023 : বিরাট থেকে সিন্ধু-জাডেজা, স্বাধীনতা দিবসে শুভেচ্ছার ঢল খেলোয়াড়দের

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 15, 2023 | 1:50 PM

স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্যানদের শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজারা। কী বার্তা দিলেন তাঁরা?

Independence Day 2023 : বিরাট থেকে সিন্ধু-জাডেজা, স্বাধীনতা দিবসে শুভেচ্ছার ঢল খেলোয়াড়দের

Follow Us

কলকাতা : ১৫ অগস্ট দিনটি প্রতিটি ভারতীয়র কাছে খুব স্পেশাল। এ বার ৭৭তম স্বাধীনতা দিবস (Independence Day 2023) পালিত হচ্ছে সারা দেশে। পতাকা উত্তোলন ও শুভেচ্ছা বিনিময়ে শুরু হয়েছে দিনটি। দেশের ক্রীড়া জগত এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। কেউ ছবি, কেউ ভিডিয়ো পোস্ট করে বার্তা দিয়েছেন। সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা, পিভি সিন্ধু, যুবরাজ সিং, সানিয়া মির্জাদের মতো ক্রীড়াবিদরা বিশ্ব মঞ্চে তেরঙা উড়িয়েছেন। দেশবাসীকে গর্বিত করেছেন এবং করছেন। ৭৭তম স্বাধীনতা দিবসে কে, কীভাবে বার্তা দিলেন, রইল বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিরাট কোহলি : সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ।

সচিন তেন্ডুলকর : আই লাভ মাই ইন্ডিয়া। সব ভারতীয়দের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ

গৌতম গম্ভীর : প্রেমের কথা জানি না, তবে তোমার জন্য যেটা অনুভব করি সেটা অন্য কারও জন্য নয়।

যুবরাজ সিং : তেরঙা সবসময় উঁচুতে থাকুক, এটাই কামনা। দেশের স্বাধীনতার জন্য যাঁরা প্রাণ দিয়েছিলেন তাঁদের স্মরণ করে সম্মান জানাই। জয় হিন্দ।

রোহিত শর্মা : তেরঙার অর্থ ভাষায় প্রকাশ করা যায় না। সবাইকে শুভেচ্ছা জানাই স্বাধীনতা দিবসের।

Next Article