মুম্বই : এশিয়া কাপ (Asia Cup 2023) শুরু হতে আর মাত্র ১০ দিন। এখনও ভারতীয় দল ঘোষণা হয়নি। কবে হতে পারে এ বারের এশিয়া কাপে টিম ইন্ডিয়ার দল ঘোষণা? সোমবার, ২১ অগস্ট এশিয়া কাপের দল ঘোষণার জন্য বৈঠকে বসবেন নির্বাচক কমিটির চেয়ারম্যান ও অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। সাধারণত দল নির্বাচনের সময় কোচ উপস্থিত থাকেন না। তবে সোমবারের দল নির্বাচনী বৈঠকে উপস্থিত থাকতে পারেন কোচ রাহুল দ্রাবিড়। ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখে এ বারের এশিয়া কাপ ৫০ ওভারের ফরম্যাটে খেলা হবে। টিমগুলি ১৭ জন সদস্যের দল ঘোষণা করতে পারে। বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এশিয়া কাপের দলে গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যেতে পারে। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এশিয়া কাপের দল ঘোষণার আগে বোর্ডের নির্বাচক কমিটিকে সবচেয়ে বেশি ভাবাচ্ছেন লোকেশ রাহুল এবং শ্রেয়স আইয়ার। দু’জনই চোট পেয়ে অস্ত্রোপচারের পর রিহ্যাবের জন্য এনসিএ-তে রয়েছেন। রাহুল রীতিমতো ব্যাটিং ও কিপিং অনুশীলন শুরু করেছেন। তাঁকে দেখে ফিট বলেই মনে হচ্ছে। রাহুলকে নিয়ে এনসিএ সবুজ সংকেত দিয়েছে কি না জানা নেই। যদিও দেয় তাহলেও প্রশ্ন থেকে যাচ্ছে। তিনি কি কিপিং করতে পারবেন? প্রশ্নের শেষ এখানেই নয়। শ্রেয়স আইয়ারের চোট আপডেট মোটেও সন্তোষজনক নয়। এশিয়া কাপে তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এশিয়া কাপের জন্য শ্রেয়স যদি এনসিএ-র ফিট সার্টিফিকেট না পান তাহলে ৪ নম্বরে ব্যাটিং করবেন কে? নবাগত তিলক ভার্মাকে সুযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছেন প্রাক্তনীরা। রবি শাস্ত্রী, সৌরভ গঙ্গোপাধ্যায় এমনকী রবিচন্দ্রন অশ্বিনও তিলকের হয়ে ব্যাট ধরেছেন। লোকেশ রাহুলকেও ৪ নম্বরে নামানোর কথা ভাবা হচ্ছে। সেক্ষেত্রে ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে হার্দিক নাকি সূর্যকুমার, কে বেশি ফিট হবেন? সঞ্জু স্যামসনের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। কেউ কেউ আবার রবিচন্দ্রন অশ্বিনকেও দলে রাখার পরামর্শ দিচ্ছেন।
এ বারের এশিয়া কাপের দল ঘোষণা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ অক্টোবর-নভেম্বরে ওডিআই বিশ্বকাপের আগে এটাই সর্বশেষ বড় টুর্নামেন্ট। বিশ্বকাপের দল কেমন হতে পারে তার ঝলক দেখা যাবে এশিয়া কাপে। ৫ সেপ্টেম্বরের মধ্যে আইসিসি-র কাছে প্রাথমিক স্কোয়াড জমা দিতে হবে। চূড়ান্ত দলের তালিকা জমা দেওয়ার শেষ সময়সীমা ২৭ সেপ্টেম্বর। ততদিনে শেষ হয়ে যাবে এশিয়া কাপ। এই টুর্নামেন্ট বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড বেছে নিতে সাহায্য করবে।
সোমবার দুপুর ১.৩০টা নাগাদ এশিয়া কাপের দল ঘোষণা করতে পারে বিসিসিআই। সাংবাদিক বৈঠকে রোহিত শর্মার উপস্থিতিতে স্কোয়াড ঘোষণা করবেন মুখ্য নির্বাচক অজিত আগরকর।