জয়পুর: কাজ শুরু করে দিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। টিম ইন্ডিয়ার কোচ হিসেবে পূর্ণ দায়িত্ব পাওয়ার পর প্রথম বার মাঠে নামলেন মিস্টার ডিপেন্ডেবল। জয়পুরে বুধবারই শুরু ভারত-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি। ৩ দিনের কোয়ারান্টিন পর্ব মিটিয়ে আজ থেকেই দ্রাবিড়ের কোচিংয়ে মাঠে নেমে পড়লেন রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনরা।
কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে দেখা গেল বোলিং কোচ পরশ মাম্বরে (Paras Mhambrey) আর ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে (Vikram Rathour)। যদিও বোলিং কোচ আর ব্যাটিং কোচ নিয়োগ নিয়ে এখনও চূড়ান্ত কোনও ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে আন্দাজ করাই যায়, ব্যাটিং কোচ হিসেবে হয়তো মেয়াদ বাড়তে চলেছে বিক্রম রাঠোরের। দ্রাবিড়ের দীর্ঘদিনের সঙ্গী পরশ মাম্বরেকেই বোলিং কোচের দায়িত্ব দিতে চলেছে ক্রিকেট উপদেষ্টা কমিটি।
জয়পুরের (Jaipur) মাঠে নৈশালোকে অনুশীলন টিম ইন্ডিয়ার। দ্রাবিড়ের সঙ্গে কাজ করতে মুখিয়ে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররাও। নিউজিল্যান্ড সিরিজে ভারতীয় টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক লোকেশ রাহুল (KL Rahul) বলেন, ‘দীর্ঘদিন ধরে ওকে চিনি। ওর বুদ্ধিকে কাজে লাগাতে চাই। কর্ণাটকে আমাদের খুব সাহায্য করেছিল। দেশের সমস্ত ছেলেদের খুব সাহায্য করে দ্রাবিড়। জাতীয় দলে ও কোচ হয়ে আসায় অনেক কিছু শেখার সুযোগ পাব। আমরা সবাই জানি রাহুল দ্রাবিড়ের নাম ক্রিকেট সার্কিটে কতটা বড়। ভারতীয় এ দলে খেলার সময় ২টো ম্যাচে ওকে পেয়েছি। দ্রাবিড়ের কোচিংয়ে সবাই সাবলীল ভাবে খেলে।’
বুধবার থেকে টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক। রোহিত শর্মা নেতৃত্ব দেবেন ভারতীয় দলকে। এ প্রসঙ্গে কেএল রাহুল (KL Rahul) বলেন, ‘রোহিতের (Rohit Sharma) ক্যাপ্টেন্সিতে আগেও খেলেছি। মুম্বই ইন্ডিয়ান্সে ওকে অধিনায়ক হিসেবেও দেখেছি। ওর পরিসংখ্যানও প্রশংসনীয়।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পরই নিউজিল্যান্ড সিরিজ থেকে বাদ দেওয়া হয় হার্দিক পান্ডিয়াকে। সেই বিষয়ে অবশ্য মুখে কুলুপই আঁটলেন লোকেশ রাহুল। সামনের বছরই অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এ বছরের ব্যর্থতা ভুলে সামনের বছরে ভালো ফলের আশায় টিম ইন্ডিয়া। সেই লক্ষ্যে এখন থেকেই টিম কম্বিনেশন দেখে নেওয়ার পালা।