AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asian Games 2023: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, শেফালি-রিচাদের দাপটে এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত

Asian Games 2023: আইসিসি ব়্যাঙ্কিং মেয়েদের ভারত উপরে থাকার কারণে এশিয়ান গেমসে শীর্ষ বাছাই হিসেবেই খেলতে নেমেছিল। যে কারণে সেমিফাইনালে উঠে পড়েন স্মৃতিরা। প্রতিপক্ষের বোলিংয়ে তেমন কামড় না থাকায় ভারতীয় ব্যাটারদের সে ভাবে চাপের মুখে পড়তেই হয়নি। সেমিফাইনাল ম্যাচের প্রস্তুতি হিসেবেও দেখা যেতে পারে এই ম্যাচ। ভারতীয়দের আত্মবিশ্বাস তুঙ্গে। ফাইনালে ওঠার জন্য মুখিয়ে রয়েছে ভারত। 

Asian Games 2023: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, শেফালি-রিচাদের দাপটে এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত
এশিয়ান গেমসের সেমিফাইনালে স্মৃতি মান্ধানার ভারত। Image Credit: টুইটার
| Edited By: | Updated on: Sep 21, 2023 | 12:12 PM
Share

হানঝাউ: ৩৯ বলে বিস্ফোরক ৬৭ রানের ইনিংস খেললেন শেফালি ভার্মা (Shafali Verma)। তবে ওই ইনিংস তেমন কাজে লাগল না। বৃষ্টিতে ভেস্তে গেল এশিয়ান গেমসে (Asian Games 2023) মালয়েশিয়ার বিরুদ্ধে ভারতের মেয়েদের ম্যাচ। তাতে অবশ্য কোনও সমস্যায় পড়তে হল না স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) টিমকে। আইসিসি ব়্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে থাকার জন্য সহজেই সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। রবিবার এশিয়া গেমসে মেয়েদের ক্রিকেটের শেষ চারের ম্যাচ। স্মৃতি মান্ধানা, জেমাইমা রড্রিগসদের টিমের যা শক্তি, তাতে হয়তো রবিবারই সোনার স্বপ্ন দেখাবে ভারত। TV9Bangla Sportsএ বিস্তারিত।

বৃষ্টির কারণে ২০ ওভারের ম্যাচ ১৫ ওভারে কমিয়ে আনা হয়। ভারত আগে ব্যাট করতে নেমে মালয়েশিয়ার বিরুদ্ধে ২ উইকেট হারিয়ে ১৭৩ তুলেছিল। স্মৃতি ১৬ বলে ২৭ করেন। ২৯ বলে ৪৭ করেন জেমাইমা। মাত্র ৭ বলে বিস্ফোরক ২১ রান করেন বাংলার রিচার ঘোষ। মালয়েশিয়ার ফিল্ডাররা অসংখ্য ক্যাচও মিস করেছেন। শেফালি নিজের ৬৭ রানের ইনিংস সাজিয়েছেন ৫টা ছয় ও ৪টে চার দিয়ে। ভারতের ইনিংসের পরই আবার বৃষ্টি শুরু হয়। ডি-এল নিয়মে ১৭৭ টার্গেট দাঁড়ায় মালয়েশিয়ার জন্য। তাও শেষ পর্যন্ত হল না। মাত্র ২ বল খেলার পর ফের বৃষ্টি শুরু হয়। মালয়েশিয়া মাত্র ১ রান তুলতে পেরেছিল। শেষ পর্যন্ত বৃষ্টিতে বাতিল করে দিতে হয় ম্যাচ। মালয়েশিয়ার কাছে ভারত অবশ্য অনেক শক্তিশালী টিম। পুরো ম্যাচ হলেও তারা ভারতের চ্যালেঞ্জ সামলাতে পারত কিনা সন্দেহ। শেষ চারে পা দিলেও ভারত কিন্তু উচ্ছ্বাসে ভাসতে নারাজ।

আইসিসি ব়্যাঙ্কিং মেয়েদের ভারত উপরে থাকার কারণে এশিয়ান গেমসে শীর্ষ বাছাই হিসেবেই খেলতে নেমেছিল। যে কারণে সেমিফাইনালে উঠে পড়েন স্মৃতিরা। প্রতিপক্ষের বোলিংয়ে তেমন কামড় না থাকায় ভারতীয় ব্যাটারদের সে ভাবে চাপের মুখে পড়তেই হয়নি। সেমিফাইনাল ম্যাচের প্রস্তুতি হিসেবেও দেখা যেতে পারে এই ম্যাচ। ভারতীয়দের আত্মবিশ্বাস তুঙ্গে। ফাইনালে ওঠার জন্য মুখিয়ে রয়েছে ভারত।