Smriti Mandhana: ৫-৬ দলের মেয়েদের আইপিএল হোক চাইছেন স্মৃতি

ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) ইউটিউব চ্যানেলে মেয়েদের আইপিএল নিয়ে এমনটাই বললেন স্মৃতি।

Smriti Mandhana: ৫-৬ দলের মেয়েদের আইপিএল হোক চাইছেন স্মৃতি
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 19, 2021 | 9:46 AM

লন্ডন: ভারতে ছেলেদের আইপিএলের (IPL) মতোই জনপ্রিয় হওয়ার মশলা রয়েছে মেয়েদের আইপিএলেরও (Women’s IPL)। তাই অন্তত ৬টি দল নিয়ে মেয়েদের আইপিএল চালু হওয়া উচিত এমনটা চাইছেন ভারতের মহিলা দলের ওপেনার স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)।

ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) ইউটিউব চ্যানেলে মেয়েদের আইপিএল নিয়ে স্মৃতি বলেন, “যখন ছেলেদের আইপিএল শুরু হয়েছিল, তখন একই রাজ্যের সংখ্যা ছিল এবং তারা যেভাবে খেলেছিল তার মান অনেক বেশি ছিল। আইপিএল এখন ১০ বা ১১ বছর আগের মতো আর নেই। মহিলা ক্রিকেটের জন্য, আমি মনে করি আমাদের যথেষ্ট মেয়ে আছে এবং সেই পরিমাণ রাজ্যও রয়েছে। আসলে, আমাদের শুরু করার জন্য প্রায় ৫-৬ টি দলের প্রয়োজন।” তিনি আরও বলেন, “কমপক্ষে ৫-৬টি দল নিয়ে আমরা এখন মেয়েদের আইপিএল চালু করতেই পারি। এখনই কিন্তু একসঙ্গে ৮টি দলের কথা বলছি না। তবে এখন অন্তত ৫-৬টি দল নিয়ে আমরা এই টুর্নামেন্ট শুরু না করলে আমার মনে হয় দেশের মেয়েরা পরবর্তী স্তরে যাওয়ার জন্য এক্সপোজার পাবে না।”

স্মৃতির কথায়, “অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে আমি ৩-৪ বছর আগেও খেলেছি তবে অভিজ্ঞতাটা একেবারেই আলাদা। অস্ট্রেলিয়ায় ৪০-৫০ জন মহিলা ক্রিকেটার রয়েছেন যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার মতো দক্ষ হয়েছেন। আমি সত্যিই চাই এটা ভারতীয় ক্রিকেটে হোক এবং আইপিএল এতে একটি বিশাল ভূমিকা পালন করবে। মেয়েদের আইপিএল খুব সুন্দর হবে এবং আমি এর জন্য তাকিয়ে রয়েছি।”

উল্লেখ্য, বর্তমানে মেয়েদের আইপিএল আয়োজন করে বিসিসিআই (BCCI)। ট্রেলব্লেজারস, সুপারনোভাস ও ভেলোসিটি এই তিনটি দল অংশগ্রহণ করে খেলায়। ট্রেলব্লেজারসের অধিনায়ক হলেন স্মৃতি মান্ধনা, সুপারনোভাস দলের ক্যাপ্টেনের ভূমিকায় রয়েছেন হরমনপ্রীত কৌর এবং ভেলোসিটির অধিনায়ক মিতালি রাজ।