Arshdeep Singh: দিল্লিতে নামার আগেই সেরা দশে অর্শদীপ সিং
India vs Bangladesh 2nd T20I: বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তিন উইকেট নিয়েছিলেন। দিল্লিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নামার আগেই ব্যপক উন্নতি অর্শদীপ সিংয়ের। তেমনই অলরাউন্ডারদের তালিকায় উঠলেন হার্দিক পান্ডিয়া।
টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। মার্কিন মুলুক ও ওয়েস্ট ইন্ডিজে হয়েছে। দুর্দান্ত পারফর্ম করেছেন ভারতীয় পেসাররা। জসপ্রীত বুমরার পাশাপাশি নজর কেড়েছেন বাঁ হাতি পেসার অর্শদীপ সিংও। উইকেট সংখ্যাও বেশি। ধারাবাহিক ভাবে ভালো পারফর্ম করে চলেছেন এই বাঁ হাতি পেসার। বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তিন উইকেট নিয়েছিলেন। দিল্লিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নামার আগেই ব্যপক উন্নতি অর্শদীপ সিংয়ের। তেমনই অলরাউন্ডারদের তালিকায় উঠলেন হার্দিক পান্ডিয়া।
টি-টোয়েন্টি বোলারদের ক্রমতালিকায় আট ধাপ উঠে অষ্টম স্থানে অর্শদীপ সিং। অনরিখ নর্টজের সঙ্গে যুগ্মভাবে অষ্টমে অর্শদীপ। গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টিতে ম্যাচের সেরা হয়েছিলেন অর্শদীপ। তবে দিল্লিতে কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে হবে।
এই খবরটিও পড়ুন
টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের ক্রমতালিকায় উন্নতি হয়েছে হার্দিক পান্ডিয়ার। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছিলেন হার্দিক। তেমনই বাংলাদেশ সিরিজেও নজর কাড়ছেন। প্রথম ম্যাচে উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে অপরাজিত ইনিংস খেলেছেন। আইসিসি ক্রমতালিকায় চার ধাপ উঠে তিনে হার্দিক পান্ডিয়া।