India vs West Indies 2023 Schedule : রোহিতদের পূর্ণাঙ্গ ওয়েস্ট ইন্ডিজ সফর, জেনে নিন বিস্তারিত সূচি

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 12, 2023 | 9:47 PM

Indian Cricket Team : সফরে দুটি টেস্ট ৩টি ওডিআই এবং ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। সফরে এই দুটি টেস্ট, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেলের অন্তর্ভূক্ত। সব কিছুর মাঝে লক্ষ্য থাকবে বিশ্বকাপ প্রস্তুতির।

India vs West Indies 2023 Schedule : রোহিতদের পূর্ণাঙ্গ ওয়েস্ট ইন্ডিজ সফর, জেনে নিন বিস্তারিত সূচি
Image Credit source: twitter

Follow Us

মুম্বই : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টানা দু-বার ফাইনালে উঠেছিল ভারতীয় দল। গত বারের মতো এ বারও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। অপেক্ষা ঘরের মাঠে ওডিআই ক্রিকেট বিশ্বকাপের। অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ। তার আগে বেশ কিছু দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে ভারতীয় দলের। পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ও শুরু হচ্ছে ভারতের। সব কিছুর মাঝে লক্ষ্য থাকবে বিশ্বকাপ প্রস্তুতির। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের হতাশা ভুলে এ বার ওয়েস্ট ইন্ডিজ সফরে মন ভারতীয় দলের। ক্যারিবিয়ানে পূর্ণাঙ্গ সিরিজ রয়েছে। সফরে দুটি টেস্ট ৩টি ওডিআই এবং ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। সফরে এই দুটি টেস্ট, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেলের অন্তর্ভূক্ত। সফরে আরও একটি মাইলফলকে নজর থাকবে। ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে শততম টেস্ট হতে চলেছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেল ২০২৩-২০২৫। তার প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলবে ভারত। ১২-১৬ জুলাই ডমিনিকায় প্রথম টেস্ট। ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে দ্বিতীয় টেস্ট ২০-২৪ জুলাই। ত্রিনিদাদের এই ম্যাচটিই ভারত-ওয়েস্ট ইন্ডিজের শততম টেস্ট। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সিইও জনি গ্রেভ বলেন, ‘পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। এর মধ্যে উল্লেখযোগ্য দিক, কুইন্স পার্ক ওভালে ভার-ওয়েস্ট ইন্ডিজ শততম টেস্ট খেলতে নামছে। দু-দেশের মধ্যে ঐতিহাসিক ক্রিকেট সম্পর্কের এই ম্যাচের জন্য প্রস্তুত কুইন্স পার্ক ওভাল।’

টেস্ট সিরিজের পর রয়েছে তিন ম্যাচের ওডিআই সিরিজ। প্রথম ম্যাচটি ২৭ জুলাই বার্বাডোজে। দ্বিতীয় ম্যাচটিও একই মাঠে ২৯ জুলাই। ১ অগস্ট সিরিজের শেষ ম্যাচ ত্রিনিদাদে ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে। টেস্ট, ওডিআই সিরিজ শেষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৩-১৩ অগস্ট গায়ানা এবং ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমি এবং ফ্লোরিডায় হবে টি-টোয়েন্টি ম্যাচ গুলি।

Next Article