INDW vs AUSW: বিশ্বকাপে ভারত আর অপরাজিত নয়…
ICC U19 Women's World Cup: মাত্র ৩৭ রানে অস্ট্রেলিয়ার ৩ উইকেট নেয় ভারত। ক্লেয়ার মুর (২৫) ও অ্যামি স্মিথ (২৬) অবিচ্ছিন্ন জুটিতে ম্য়াচ জিতিয়েই মাঠ ছাড়েন। এই হারের ফলে নেট রান রেটেও কিছুটা পিছিয়ে পড়ল ভারত। সেমিফাইনালে যাওয়ার পথে যা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

পচেস্ট্রুম: উদ্বোধনী মেয়েদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে জয়ের রথ থামল ভারতের। টুর্নামেন্টে ভারত আর অপরাজিত নয়। সুপার সিক্স পর্বে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হার ভারতের। ব্যাটিং ব্যর্থতাই এর কারণ। টুর্নামেন্টে ভারতকে অ্যাডভান্টেজ রেখেছে ব্য়াটিং বিভাগ। বিশেষ করে অধিনায়ক শেফালি ভার্মা, সহ অধিনায়ক শ্বেতা শেরাওয়াতের মতো টপ অর্ডারের দুই ব্যাটার। পাশাপাশি অনবদ্য কিছু ইনিংস খেলেছেন রিচা ঘোষ, তৃষারা। টপ অর্ডার ব্যর্থ হতেই খেই হারাল ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরুতেই বেকায়দায় পড়ে ভারত। অধিনায়ক শেফালি ভার্মা বিশ্বের অন্যতম বিধ্বংসী ওপেনার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ৮ রানেই ফেরেন শেফালি। ইলিংওর্থের বোলিংয়ে এক্সট্রা কভারে সহজ ক্যাচ। শেফালির উইকেটই যেন ভারতীয় ব্য়াটিং লাইন আপের আত্মবিশ্বাসে বড় রকমের ধাক্কা দেয়। বিস্তারিত TV9Bangla-য়।
শুরুর দিকে সুইং হচ্ছিল। লাগাতার অফস্টাম্পের বাইরে বোলিং করে ভারতে চাপে রাখে অজি পেসাররা। চতুর্থ ওভারে ইলিংওর্থের বোলিংয়েই কট বিহাইন্ড তৃষা। পাওয়ার প্লে-র শেষ ওভারে মেহদিয়াকে ফিরিয়ে তৃতীয় ধাক্কা দেন ম্য়াগি ক্লার্ক। পাওয়ার প্লে-তে ৩ উইকেট হারিয়ে মাত্র ৩১ রান তোলে ভারত। সহ অধিনায়ক শ্বেতা শেরাওয়াত চোট পান। তবে হাল ছাড়েননি। ব্য়াটিং করেন। বড় ইনিংস খেলতে পারলেন না যদিও। অষ্টম ওভারে রিচা ঘোষকে কট বিহাইন্ড ম্যাগি ক্লার্কের। মাত্র ৭ রানে ফেরেন সিনিয়র দলের এই ব্যাটার। নির্ধারিত ২০ ওভারও ব্যাট করতে ব্যর্থ ভারত। মাত্র ১৮.৫ ওভারে ৮৭ রানেই অলআউট ভারত।
টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ৯৭ রানের পুঁজি নিয়েও জিতেছিল ভারত। সুপার সিক্সের ম্যাচে অবশ্য তেমনটা হল না। ৩৭ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া। শুরুতে ভারতীয় বোলাররা মরিয়া চেষ্টা চালালেও বোর্ডে যথেষ্ঠ রান না থাকায় অস্ট্রেলিয়াকে চাপে ফেলা সম্ভব হয়নি। মাত্র ৩৭ রানে অস্ট্রেলিয়ার ৩ উইকেট নেয় ভারত। ক্লেয়ার মুর (২৫) ও অ্যামি স্মিথ (২৬) অবিচ্ছিন্ন জুটিতে ম্য়াচ জিতিয়েই মাঠ ছাড়েন। এই হারের ফলে নেট রান রেটেও কিছুটা পিছিয়ে পড়ল ভারত। সেমিফাইনালে যাওয়ার পথে যা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
