বেঙ্গালুরু: দল হারছে লাগাতার। একটা, দুটো নয়- পরপর চারটে ম্যাচে হার। এ বারের আইপিএলে (IPL 2023) সবচেয়ে খারাপ পারফর্ম্যান্স দিল্লি ক্যাপিটালসের। অ্যাক্সিডেন্টের কবলে পড়া ঋষভ পন্থের (Rishabh Pant) পরিবর্তে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাপ্টেন্সির দায়িত্ব। কোচ রিকি পন্টিং। ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। অভিজ্ঞতা ও তারুণ্যে ভরপুর দলটি এখনও খাতায় একটিও পয়েন্ট তুলতে পারেননি (KKR)। এসব দেখে বাড়িতে কী করে বসে থাকেন ঋষভ পন্থ? দুই হাঁটুতে অস্ত্রোপচার। ক্রাচের সাহায্য ছাড়া হাঁটার উপায় নেই। শারীরিক যন্ত্রণা উপেক্ষা করে পন্থ পৌঁছে গিয়েছেন বেঙ্গালুরুতে। গ্যালারিতে দাঁড়িয়ে দলকে চিয়ার করতে চান? নাকি বেঙ্গালুরু যাওয়ার অন্য কারণও রয়েছে। বিস্তারিত রইল Tv9 Bangla-র এই প্রতিবেদনে।
অ্যাক্সিডেন্টের পর ঋষভ পন্থ প্রথম বার প্রকাশ্যে এসেছিলেন দিল্লি ক্যাপিটালসের ম্যাচে। ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সেটা ছিল চলতি মরসুমে দিল্লির প্রথম হোম ম্যাচ। ক্রাচ হাতে খুব কষ্ট করে গাড়ি থেকে নামতে দেখা যায় তাঁকে। এরপর স্ট্র্যান্ডে বসে ম্যাচ উপভোগ করেন। পন্থের উপস্থিতিও সেদিন তাতাতে পারেনি দিল্লিকে। স্টেডিয়ামে বসে প্রিয় টিমের হার দেখেন। এরপর আরও দুটো ম্যাচে পরাজয় দেখেছে দিল্লি ক্যাপিটালস। আইপিএল শুরু হওয়ার পর ১৯টা ম্যাচ খেলা হয়ে গিয়েছে। শূন্য নিয়ে পয়েন্ট টেবলের সবচেয়ে নিচে অবস্থান দিল্লির। ডেভিড ওয়ার্নারের ক্যাপ্টেন্সি, তাঁর মন্থর ব্যাটিংয়ের সমালোচনা চলছে। নড়বড় পরিস্থিতিতে টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে নামার আগে ঋষভকে প্রয়োজন দিল্লির। শারীরিক কষ্ট উপেক্ষা করেই পৌঁছে গেলেন বেঙ্গালুরু।
?? ????? ??? ???? ?? ?????? ???? ????? ❤#RP17 is our reason to smile this Friday evening ?#YehHaiNayiDilli #IPL2023 @RishabhPant17 pic.twitter.com/0RflJVgqFv
— Delhi Capitals (@DelhiCapitals) April 14, 2023
শনিবার দিল্লি ক্যাপিটালস নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমের বিরুদ্ধে। তার আগে শুক্রবার ঋষভকে দেখা গেল ক্যাপিটালসের অনুশীলনে। দিল্লি ক্যাপিটালসের হয়ে একাধিক ছবি, ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিল্লি ফ্র্যাঞ্চাইজি। ছবিতে অক্ষর প্যাটেলের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে পন্থকে। ঋষভ বলেন, “যতটা ভেবেছিলাম তার থেকে বেশি দ্রুত সুস্থ হচ্ছি। ভালো লাগছে। এনসিএ-তে এসেছিলাম। ভাবলাম বন্ধুদের সঙ্গে দেখা করে যাই। দিল্লিকে আগামী ম্যাচের জন্য শুভেচ্ছা।”