Indian Cricket: ফিট হতে এনসিএ-তে রিহ্যাব শুরু রোহিত, জাডেজার

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ থেকে ছিটকে যান ভারতের টেস্ট দলের সহ অধিনায়ক। টেস্টের দল ঘোষণার দিনই বোর্ডের তরফ থেকে জানানো হয় একদিনের ক্রিকেটে নেতৃত্বের ব্যাটন উঠেছে হিটম্যানের হাতে। জানুয়ারির ১৯ তারিখ থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু একদিনের সিরিজ। আশা করা হচ্ছে, চার সপ্তাহের মধ্যেই চোট সারিয়ে সুস্থ হয়ে উঠবেন ভারতীয় দলনায়ক। রোহিতের বদলে টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন প্রিয়ঙ্ক পাঞ্চাল (Priyank Panchal)।

Indian Cricket: ফিট হতে এনসিএ-তে রিহ্যাব শুরু রোহিত, জাডেজার
এনসিএ-তে রোহিত ও জাডেজা। ছবি: টুইটার
Follow Us:
| Updated on: Dec 17, 2021 | 3:08 PM

বেঙ্গালুরু: চোটের কারণে দক্ষিণ আফ্রিকা (South Africa) সফরে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma) আর রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। একদিনের সিরিজের আগে ফিট হওয়ার চেষ্টা হিটম্যান আর জাড্ডুর। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) যোগ দিলেন রোহিত আর জাডেজা। চোট সারাতে ওখানেই রিহ্যাবে থাকবেন দুই তারকা।

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ থেকে ছিটকে যান ভারতের টেস্ট দলের সহ অধিনায়ক। টেস্টের দল ঘোষণার দিনই বোর্ডের তরফ থেকে জানানো হয় একদিনের ক্রিকেটে নেতৃত্বের ব্যাটন উঠেছে হিটম্যানের হাতে। জানুয়ারির ১৯ তারিখ থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু একদিনের সিরিজ। আশা করা হচ্ছে, চার সপ্তাহের মধ্যেই চোট সারিয়ে সুস্থ হয়ে উঠবেন ভারতীয় দলনায়ক। রোহিতের বদলে টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন প্রিয়ঙ্ক পাঞ্চাল (Priyank Panchal)।

নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে কানপুরে প্রথম টেস্ট খেলার সময় ডান হাতে চোট পান রবীন্দ্র জাডেজা। তাঁর চোট সারতে কিছুটা সময় লাগবে। এনসিএ-তে এই মুহূর্তে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের শিবির চলছে। সংযুক্ত আরব আমিরশাহিতে ২৩ তারিখ থেকে শুরু এশিয়া কাপ। তারই প্রস্তুতিতে রয়েছেন ক্রিকেটাররা। অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশ ধুলের (Yash Dhull) সঙ্গে দেখা যায় রোহিত আর জাডেজাকে। তিনিই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন।

আরও পড়ুন: ৩০ গজের সার্কেল ছোট হলে রোমাঞ্চ বাড়বে আইপিএলে‌: ললিত মোদী