South Africa: ওডিআই বিশ্বকাপে অনিশ্চিত প্রোটিয়া পেস জুটি, উতরোতে হবে ফিটনেস টেস্ট

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 18, 2023 | 4:46 PM

অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ। তার আগে অস্ট্রেলিয়ার সঙ্গে ৫ ম্যাচের ওডিআই সিরিজে খেলল দক্ষিণ আফ্রিকা। এই সিরিজে ৩-২ ব্যবধানে জিতেছে প্রোটিয়ারা। বিশ্বকাপের আগে এই জয় তেম্বা বাভুমাদের আত্মবিশ্বাস বাড়াবে এ কথা নিশ্চিতভাবে বলা যায়। কিন্তু এরই মাঝে চোট চিন্তায় প্রোটিয়া শিবির।

South Africa: ওডিআই বিশ্বকাপে অনিশ্চিত প্রোটিয়া পেস জুটি, উতরোতে হবে ফিটনেস টেস্ট
South Africa: ওডিআই বিশ্বকাপে অনিশ্চিত প্রোটিয়া পেস জুটি, উতরোতে হবে ফিটনেস টেস্ট

Follow Us

নয়াদিল্লি: এক দিকে শেষ হল এশিয়া কাপ। চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার ভারত। এ বার বিশ্বকাপ নিয়ে হইচই বাড়ল। অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ। তার আগে অস্ট্রেলিয়ার সঙ্গে ৫ ম্যাচের ওডিআই সিরিজে খেলল দক্ষিণ আফ্রিকা। এই সিরিজে ৩-২ ব্যবধানে জিতেছে প্রোটিয়ারা। বিশ্বকাপের আগে এই জয় তেম্বা বাভুমাদের আত্মবিশ্বাস বাড়াবে এ কথা নিশ্চিতভাবে বলা যায়। কিন্তু এরই মাঝে চোট চিন্তায় প্রোটিয়া শিবির। কারণ টিমের দুই পেসার এখনও বিশ্বকাপে অনিশ্চিত। দক্ষিণ আফ্রিকার তারকা বোলার অনরিখ নর্টজে (Anrich Nortje) এবং সিসান্দা মাগালাকে (Sisanda Magala) চলতি সপ্তাহে ফিটনেস টেস্ট দিতে হবে। সেই পরীক্ষায় উতরোতে পারবে বিশ্বকাপে খেলার সুযোগ পেতে পারেন নর্টজে-মাগালারা। ভারতের মাটিতে হতে চলা বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকা ১৫ সদস্যের যে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে তাতে রয়েছেন নর্টজে এবং মাগালা। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

প্রোটিয়া পেসার অনরিখ নর্টজে পিঠের চোটে ভুগছেন। অন্যদিকে সিসান্দা মাগালা বাম হাঁটুর চোটে কাবু। দক্ষিণ আফ্রিকা টিমের ভারতে আসার কথা ২৩ সেপ্টেম্বর। বিশ্বকাপের জন্য ভারতে আসার আগে অনরিখ নর্টজে ও সিসান্দা মাগালার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের ওডিআই সিরিজ জয়ের পর প্রোটিয়া দলের সাদা বলের কোচ বব ওয়াল্টার জানিয়েছেন, অনরিখ নর্টজে ও সিসান্দা মাগালার সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। তিনি বলেন, ‘বিশ্বকাপে খেলতে যাওয়ার জন্য বিমানে ওঠার এক সপ্তাহ আগে অনরিখ নর্টজে ও সিসান্দা মাগালা খেলতে না পারা বেশ ভাবাচ্ছে আমাদের। চোট পাওয়া ক্রিকেটারদের নিয়ে জটিলতা রয়েছে। বিশ্বকাপের মতো টুর্নামেন্ট, তাই মেডিকেল কারণ দেখিয়ে দলে পরিবর্তন আনতেও হতে পারে।’

যদি নর্টজে এবং মাগালা বিশ্বকাপ থেকে ছিটকে যান, তা হলে অ্যান্ডিল ফেহলাকওয়াইকে বিশ্বকাপের স্কোয়াডে অন্তর্ভূক্ত করা হতে পারে। বব ওয়াল্টার বলেন, ‘অ্যান্ডিল আমাদের বড় স্কোডের একটি অংশ। ও দেখিয়ে দিয়েছে ব্যাট হাতে ও কী করতে পারে। দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ পারফরম্যান্স পাওয়া গিয়েছে ওর থেকে।’

Next Article