CSK, IPL 2023: মাত্র ২০ লাখে এক ঝুড়ি উইকেট, তরুণের গল্প জানলে অবাক হবেন

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 20, 2023 | 8:00 AM

Tushar Deshpande : চতুর্থ শ্রেণিতে পড়ার সময় থেকে ক্রিকেট পাগল ছিলেন সিএসকের (CSK) তরুণ তুর্কি তুষার দেশপান্ডে। চলতি আইপিএলে (IPL 2023) মহেন্দ্র সিং ধোনির দল এই ক্রিকেটারকে নিজেকে প্রমাণের সুযোগ দিয়েছে। সেই সুযোগের সদ্ব্যবহার করেছেন তুষার।

CSK, IPL 2023: মাত্র ২০ লাখে এক ঝুড়ি উইকেট, তরুণের গল্প জানলে অবাক হবেন
মাত্র ২০ লাখে এক ঝুড়ি উইকেট, তরুণের গল্প জানলে অবাক হবেন
Image Credit source: IPL Website

Follow Us

চেন্নাই : আইপিএলকে বরাবরই তরুণদের প্রতিভা প্রদর্শনের মঞ্চ বলা হয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ একাধিক তরুণ তুর্কির উত্থানের সাক্ষী থেকেছে। আইপিএলের প্রতিটি দলেই দেখা যায় অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেল। সিএসকে, মুম্বইয়ের মতো আইপিএলের সফল দলগুলো তরুণ ক্রিকেটারদের ওপর সবসময় ভরসা রাখে। মাহির সান্নিধ্যে একাধিক তরুণ ক্রিকেটার নিজেকে মেলে ধরেছেন। চলতি আইপিএল (IPL 2023) দেখেছে সিএসকের (CSK) তুষার দেশপান্ডের (Tushar Deshpande) উত্থান। ২০২১ সালের আইপিএলে তিনি ইয়েলোব্রিগেডের নেট বোলার ছিলেন। এ বারের আইপিএলে সেই তিনিই হলুদ জার্সিতে ২২ গজে ফুল ফোটাচ্ছেন। ২০ লক্ষ টাকায় তুষারকে এ বারের আইপিএলের নিলাম থেকে কিনেছিল সিএসকে। এই তুষার ছেলেবেলা থেকেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন। সিএসকের হয়ে খেলা মুম্বইকর তুষারের ক্রিকেটার হওয়ার গল্প জানেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

চতুর্থ শ্রেণি থেকেই ক্রিকেট পাগল ছিলেন তুষার দেশপান্ডে

একটি সাধারণ পরিবারে জন্ম নেওয়া তুষার ছেলেবেলা থেকেই ক্রিকেট পাগল ছিলেন। চতুর্থ শ্রেণিতে পড়ার সময় খেলাধুলা শুরু করেছিলেন তিনি। কল্যাণের কেসি বিদ্যালয়ের ছাত্র ছিলেন তুষার। ধীরে ধীরে পড়াশোনার পাশাপাশি সকাল-সন্ধ্যা ক্রিকেট প্র্যাক্টিস করতেন তুষার। ক্লাস টেনের পরীক্ষার পর তুষার ঠিক করেন ক্রিকেটেই কেরিয়ার গড়বেন তিনি। তুষারের বাবা উদয় দেশপান্ডে জানান, ছেলেকে ক্রিকেট খেলতে দেখলও, সে যে এই খেলায় কেরিয়ার গড়তে পারবে তেমনটা তাঁর মনে হত না।

ভেল নগর ময়দানের প্রতিটি গ্রাউন্ড স্টাফ জানতেন তুষারের স্বপ্ন কী। সকলের সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক ছিল তুষারের। তাঁর বাবা উদয় দেশপান্ডে বলেন, ‘ক্রিকেটার হতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। শুরুর দিকে যখন তুষার ক্রিকেট খেলত, তখন আমার মনে হত না এটাকেই ও কেরিয়ার বানাবে। ক্লাস টেনের পর ও ক্রিকেটে কেরিয়ার গড়ার সিদ্ধান্ত নেয়। যে কোনও প্লেয়ারের তৈরি হওয়ার জন্য ৫-৬ বছর সময় লাগে। ওর স্কুলও এই সময় পাশে দাঁড়িয়েছিল।’

এ বারের আইপিএলের নিলামে তুষারকে ২০ লক্ষ টাকায় কেনে সিএসকে। ওই যে কথায় বলে, ‘জহুরী জহর চেনে’… ঠিক তেমনই মাহি চিনেছেন তুষারকে। তাই এই তরুণ তুর্কির ওপর এ বারের আইপিএলে ভরসা রাখতে দেখা গিয়েছে ধোনিকে। তিনিও সেই ভরসার মান রেখেছেন। চলতি আইপিএলে এখনও অবধি ১৩টি ম্যাচে খেলে ১৯টি উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে প্রথম ১০-এ রয়েছেন তুষার।

Next Article