নয়াদিল্লি: ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থের (Rishabh Pant) সামনে নিজেকে প্রমাণ করার ফের সুবর্ণ সুযোগ। এক বছর আগেও তাঁর ফর্ম নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। সেই পন্থই এখন নিজেকে মেলে ধরছেন। কোনও সুযোগ হাতছাড়া করছেন না। অস্ট্রেলিয়া সফর থেকে পন্থের ভাগ্য সঙ্গ দিচ্ছে। সম্ভবত কেরিয়ারের সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন উত্তরাখন্ডের রুরকির তরুণ তুর্কি।
পন্থের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটমহল। ভারতের প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষণ (VVS Laxman) অস্ট্রেলিয়ার মাটিতে ও দেশের মাঠে পন্থের সাফল্য নিয়ে বেশ উচ্ছসিত। তিনি বলেছেন, “দিনদিন ওর মনসংযোগ বাড়ছে। ওর ব্যাটিংয়ের সময় সেটা বেশ টের পাওয়া যাচ্ছে। উইকেটকিপার হিসেবেও ও নিজেকে প্রমাণ করছে। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে তো বটেই বিশেষ করে ঘরের মাঠে কঠিন পিচেও ওর সিদ্ধান্ত নেওয়া দেখে আমি কিন্তু বেশ অবাক হয়েছি।”
Heartiest congratulations to @RishabhPant17 on being named the captain of @DelhiCapitals for this season. I am sure he will be a talismanic leader and will be donning this new cap with pride.?
— Suresh Raina?? (@ImRaina) March 30, 2021
ডনের দেশ থেকে ফিরে এসে ঘরের মাঠে তিন ফর্ম্যাটেই ইংল্যান্ডের বিরুদ্ধে নজরকাড়া পারফরম্যান্স রয়েছে পন্থের। আর সেই সুবাদেই ২৩ বছরের পন্থকে টিম দিল্লি বেছে নিয়েছে শ্রেয়স আয়ারের পরিবর্তে অধিনায়ক হিসেবে। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ক্যাপ্টেন হওয়ার পর পন্থের জন্য শুভেচ্ছা বার্তা উপচে পড়েছে। ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না (Suresh Raina) এ বার পন্থের উদ্দেশে বলেছেন, “দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হওয়ার জন্য তোমাকে অভিনন্দন ঋষভ পন্থ। আমি নিশ্চিত নতুন দায়িত্ব পেয়ে তুমি তোমার দলকে গর্বিত করবে।”
Humbled at the opportunity to lead the franchise I’ve been part of for the past few years! Thank you @RickyPonting , the coaching staff, management, my teammates and the fans for your faith in me. @DelhiCapitals : Let’s do this! #IPL2021 pic.twitter.com/zeais9AGIO
— Rishabh Pant (@RishabhPant17) March 31, 2021
আরও পড়ুন: শ্রেয়সের বদলে তরুণ পন্থকে ক্যাপ্টেন বাছল দিল্লি
কিপার-ব্যাটসম্যান পন্থ তো সবার নজর কেড়েছেন। অধিনায়ক পন্থ এ বার কেমন পারফর্ম করেন সেটাই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। টিম ম্যানেজমেন্ট যেমন তাঁর উপর আস্থা রেখেছে, পন্থও তার মর্যাদা দিতে মরিয়া। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। ১০ এপ্রিল মুম্বইতে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে নেতৃত্ব দেবেন দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন পন্থ। সেই ম্যাচে আবার নজরে থাকবে পন্থ বনাম ধোনিও। কারণ ধোনির অবসরের পর বহুবার তাঁর সঙ্গে পন্থের তুলনা করা হয়েছে। যে ধোনির যোগ্য উত্তরসুরি এই তরুণ পন্থই।