
কলকাতা: আইপিএলের (IPL) ২২তম ম্যাচে আজ মুখোমুখি ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। এখনও পর্যন্ত মোট ৫টি করে ম্যাচে খেলেছে দুই দলই। টানা চার ম্যাচে জিতেছিল বিরাটের আরসিবি। তারপর ধোনির চেন্নাইয়ের কাছে শেষ ম্যাচে হারের মুখে পড়তে হয় কোহলিদের। থেমে যায় আরসিবির বিজয়রথ। অন্যদিকে চলতি আইপিএলের প্রথম সুপার ওভার অবধি গড়ায় পন্থদের শেষ ম্যাচ। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে পন্থদের এখন জয়ের হ্যাটট্রিক চলছে। পয়েন্ট টেবলের দুই ও তিন নম্বর দলের লড়াই আজ। কোন দল আজ ২ পয়েন্ট তুলে নেবে সেদিকেই নজর থাকবে।
দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচটি কবে হবে?
দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি (২৭ এপ্রিল) আজ, মঙ্গলবার হবে।
দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচটি কোথায় হবে?
দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে।
দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭.৩০ টায়। ম্যাচের আগে ৭ টায় টস হবে।
কোথায় দেখা যাবে দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের লাইভ স্ট্রিমিং?
দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং।