আইপিএল-১৪র প্রস্তুতির জন্য চেন্নাইয়ে হাজির মাহি

৫ দিনের কোয়ারান্টিন পর্ব কাটিয়ে প্রশিক্ষণ শিবিরে যোগ দেবেন মাহি।

আইপিএল-১৪র প্রস্তুতির জন্য চেন্নাইয়ে হাজির মাহি
সৌজন্যে-চেন্নাই সুপার কিংস টুইটার
Follow Us:
| Updated on: Mar 04, 2021 | 4:17 PM

চেন্নাই: দেশের মাটিতে এপ্রিলে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2021) আসর। এ বার আইপিএলে খেলবে মোট ৮টি দল। ৯ মার্চ শুরু হবে চেন্নাই সুপার কিংসের (CSK) প্রশিক্ষণ শিবির। তার ঠিক ৫ দিন আগে চেন্নাইয়ে (Chennai) পৌঁছে গেলেন সিএসকের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Dhoni)। গত আইপিএলে ধোনির চেন্নাইকে এক্কেবারে ফর্মে দেখা যায়নি। ড্যাডিস আর্মি এ বার কেমন পারফর্ম করে সে দিকে নজর থাকবে ক্রিকেট বিশ্বের।

৫ দিনের কোয়ারান্টিন পর্ব কাটিয়ে প্রশিক্ষণ শিবিরে যোগ দেবেন মাহি। সিএসকে তাদের টুইটারে ধোনির চেন্নাইতে পৌঁছানোর ছবি শেয়ার করেছে। সেই পোস্টে লেখা ছিল,”থালাইভা! মাস্কের মধ্যে হাসিমুখ! অসাধারণ রাত!” মহেন্দ্র সিং ধোনি ছাড়াও এ দিন চেন্নাইতে পৌঁছন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আম্বাতি রায়াডু। চেন্নাই সুপার কিংসের সিইও কে এস বিশ্বনাথন বলেছেন,”৯ মার্চ থেকে প্রশিক্ষণ শিবির শুরু হবে।”

আইপিএলের মিনি নিলামে ৫০ লক্ষ টাকায় ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারাকে দলে নিয়েছে চেন্নাই। ইংল্যান্ডের অল রাউন্ডার মইন আলিকে ৭ কোটিতে সিএসকে কিনেছে। তাছাড়াও কর্নাটকের অল রাউন্ডার কৃষ্ণাপ্পা গৌতমকে ধোনির দল কিনেছে ৯.২৫ কোটিতে।