করোনার বিরুদ্ধে লড়াইয়ে মানবিক কামিন্সের ৩৮ লক্ষ টাকা অনুদান
আইপিএলে (IPL) কলকাতার হাল ভালো নয়। একের পর এক ম্যাচ হেরে চলেছে ইওন মর্গ্যানের টিম। কিন্তু কঠিন সময়ে কামিন্সের (Pat Cummins) মানবিক পদক্ষেপ অত্যন্ত প্রশংসা পেয়েছে।
কলকাতা: আইপিএলে (IPL) ফের ধাক্কা করোনার (IPL)। একে একে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াচ্ছেন দেশি-বিদেশি ক্রিকেটাররা। পরিস্থিতি যখন অত্যন্ত জটিল, তখন এক অস্ট্রেলিয়ান ক্রিকেটারই এগিয়ে এলেন। করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য পিএম কেয়ার্স ফান্ডে (PM Cares Fund) প্রায় ৩৮ লক্ষ টাকা অনুদান দিলেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্যাট কামিন্স (Pat Cummins)।
— Pat Cummins (@patcummins30) April 26, 2021
এক বিবৃতিতে কামিন্স বলেছেন, ‘বেশ কয়েক বছর ধরে ভারতে আমি নিয়মিত আসি। এখানকার মানুষ বরাবর তাঁদের ভালোবাসা আর উষ্ণতা দিয়েছেন। তাঁরাই এখন অত্যন্ত খারাপ অবস্থায় আছেন। যেটা আমাকে খুব কষ্ট দিয়েছে। অগণিত মানুষ আক্রান্ত। অক্সিজেন সিলিন্ডারেও ঘাটতি দেখা দিয়েছে। সেটা মাথায় রেখেই পিএম কেয়ার্স ফান্ডে কিছু অর্থ দিলাম। যাতে হাসপাতালগুলো অক্সিজেন সিলিন্ডার কিনতে পারে।’
আইপিএলে কলকাতার হাল ভালো নয়। একের পর এক ম্যাচ হেরে চলেছে ইওন মর্গ্যানের টিম। কিন্তু কঠিন সময়ে কামিন্সের মানবিক পদক্ষেপ অত্যন্ত প্রশংসা পেয়েছে। সোমবার সকালেই ৩ অস্ট্রেলিয়ান ক্রিকেটার লকডাউনের ভয়ে দেশে ফিরে গিয়েছেন। অনেকেই উদ্বেগে আছেন। কামিন্স সেখানে করোনার বিরুদ্ধে যাকে ভারতবাসী লড়াই করতে পারেন, তার জন্য অসাধারণ উদ্যোগ নিয়েছেন।
আইপিএল বন্ধ করার দাবি তুলছেন অনেকেই। কিন্তু বোর্ড জানিয়ে দিয়েছে, আইপিএলে যেমন চলছে, তেমনই চলবে। কামিন্সও চান, আইপিএল চলুক। তাঁর যুক্তি, ‘এই পরিস্থিতিতে আইপিএল চালানো উচিত কিনা, তা নিয়ে অনেক আলোচনা চলছে। ভারত সরকারের কাছে আমার পরামর্শ, আইপিএল চলুক। লকডাউনে বন্দি মানুষজনকে এই আইপিএল কয়েক ঘণ্টা আনন্দ দিচ্ছে। তা না থাকলে পরিস্থিতি আরও কঠিন হয়ে যাবে।’
আরও পড়ুন: করোনায় আইপিএল থেকে নাম তুললেন অশ্বিন, ৩ অজি ক্রিকেটার
একই সঙ্গে কামিন্স আবেদন রেখেছেন, তাঁর মতো আর্থিক সহযোগিতা করুন আইপিএলে খেলা ক্রিকেটাররা এবং বিশ্ব ক্রিকেট দুনিয়া। তাঁর কথায়, ‘আমি জানি, যে অর্থ আমি দিলাম, তা কোনও ভাবেই যথেষ্ট নয়। কিন্তু কিছু মানুষ এর দ্বারা উপকৃত হলে ভালো লাগবে। একই সঙ্গে আবেদন করব, আইপিএলে খেলা অন্যান্য ক্রিকেটাররাও এগিয়ে আসুক। কঠিন পরিস্থিতির মোকাবিলা করার জন্য সবাইকে এক হয়ে লড়তে হবে।’