IPL 2021 KKR vs SRH Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 03, 2021 | 10:14 AM

দুবাইতে আজ মুখোমুখি হতে চলেছে ইওন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)।

IPL 2021 KKR vs SRH Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ
কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ

Follow Us

দুবাই: আজ, রবিবার আইপিএলের (IPL) ৪৯তম ম্যাচে দুবাইতে মুখোমুখি হতে চলেছে ইওন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। পয়েন্ট টেবলের চার ও আট নম্বরে থাকা দুই দলের লড়াই আজ। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত ১২টি করে ম্যাচে খেলেছেন মর্গ্যান-গেইলরা। ১২ ম্যাচে ১০ পয়েন্ট রয়েছে ভেঙ্কটেশদের। অন্যদিকে রশিদ খানরা ১১ ম্যাচে খেলে ৪ পয়েন্ট জোগাড় করতে পেরেছে। প্লে অফের দৌড়ে এগোতে গেলে নাইটদের আজ দু পয়েন্ট তুলে নেওয়া জরুরি। দুবাইতে ২ পয়েন্ট তুলে নেবে কারা সেদিকে নজর থাকবে আইপিএলপ্রেমীদের।

কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি কবে হবে?

কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচটি (৩ অক্টোবর) আজ, রবিবার হবে।

কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি কোথায় হবে?

কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে।

কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭.৩০ টায়। ম্যাচের আগে ৭ টায় টস হবে।

কোথায় দেখা যাবে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের লাইভ স্ট্রিমিং?

কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং।

আরও পড়ুন: IPL 2021 RCB vs PBKS Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম পঞ্জাব কিংসের ম্যাচ

আরও পড়ুন: IPL 2021: জিতলেই প্লে অফে বিরাটরা, রাহুলদের ডু অর ডাই ম্যাচ

Next Article