পরিবেশ দূষণ রুখতে অভিনব বার্তা হিটম্যানের

sushovan mukherjee |

Apr 14, 2021 | 4:26 PM

আইপিএলের (IPL) প্রথম ম্যাচে যে জুতো পরে মাঠে নেমেছিলেন হিটম্যান, তাতে গন্ডার (Rhinoceros) বাঁচানোর বার্তা ছিল। গতকাল কেকেআরের (KKR) বিরুদ্ধে যে জুতো পরে খেললেন, তাতে রয়েছে সমুদ্র (Ocean) বাঁচানোর বার্তা। ভারতে এক শৃঙ্গ গন্ডার ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে।

পরিবেশ দূষণ রুখতে অভিনব বার্তা হিটম্যানের
জুতোয় বার্তা হিটম্যানের। ছবি: টুইটার

Follow Us

চেন্নাই: জুতোয় বার্তা। রোহিত শর্মা (Rohit Sharma) মানেই নতুনত্ব। রোহিত শর্মা (Rohit Sharma) মানেই অভিনবত্ব। হিটম্যানের চিন্তা ভাবনা সুদূরপ্রসারী। মাঠে হোক কিংবা মাঠের বাইরে। বাকিদের চেয়ে অনেকটাই আলাদা রোহিত (Rohit Sharma)। এক একদিন এক এক রকমের জুতো পরে মাঠে নামেন হিটম্যান। আর প্রত্যেক জুতোতেই থাকে এক একটি বার্তা।

আরও পড়ুন: কোচ আর ক্যাপ্টেনকেই সাফল্যের কৃতিত্ব দিচ্ছেন সাকারিয়া

আইপিএলের (IPL) প্রথম ম্যাচে যে জুতো পরে মাঠে নেমেছিলেন হিটম্যান, তাতে গন্ডার (Rhinoceros) বাঁচানোর বার্তা ছিল। গতকাল কেকেআরের (KKR) বিরুদ্ধে যে জুতো পরে খেললেন, তাতে রয়েছে সমুদ্র (Ocean) বাঁচানোর বার্তা। ভারতে এক শৃঙ্গ গন্ডার ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। ক্রমশ কমে যাচ্ছে এক শৃঙ্গ গন্ডারের সংখ্যা। পশ্চিমবঙ্গের জলদাপাড়া অভয়ারণ্যে দেখা যায় এক শৃঙ্গ গন্ডার। অসমের কাজিরাঙ্গা অভয়ারণ্যে সবচেয়ে বেশি এক শৃঙ্গ গন্ডার দেখা যায়। তবে সব জায়গাতেই এখন কমে যাচ্ছে সেই সংখ্যাটা। ঘন জনবসতির জন্য় কমছে এক শৃঙ্গ গন্ডার। অনেক সময় হত্যাও করা হচ্ছে এই বন্য প্রাণীদের। তাই গন্ডার বাঁচানোর বার্তা দেন রোহিত শর্মা (Rohit Sharma)।

ক্রমশ দূষণের কবলে পড়ছে সমুদ্র। তাতে ক্ষতিগ্রস্থ হচ্ছে আমাদের পরিবেশও। তাই দূষণ রোধ করতে গতকাল সেই বিশেষ জুতো পরে মাঠে নামেন হিটম্যান। সমুদ্রকে প্লাস্টিক মুক্ত করার বার্তা রোহিতের। শুধু এখানেই থেমে থাকেননি হিটম্যান। টুইটে সেই ছবি পোস্ট করে সবাইকে তাঁর উদ্যোগে সামিল হওয়ার আবেদনও জানান রোহিত শর্মা।

Next Article