IPL 2021: কলকাতা পর্ব বাতিলের পথে, মুম্বইয়ে সরছে বাকি আইপিএল

sushovan mukherjee |

May 04, 2021 | 12:30 PM

করোনার দ্বিতীয় ঢেউ এখন অনেকটাই সামলে উঠেছে মুম্বই। আক্রান্তের সংখ্যা অনেক কমেছে। যে কারণে ঝুঁকির পরিমাণও নিয়ন্ত্রণে এসেছে, এমনই বিশ্বাস চিকিৎসকমহলের। যা দেখে-শুনে মুম্বইয়ের দুটো স্টেডিয়াম, ওয়াংখেড়ে ও ডিওয়াই পাটিল স্টেডিয়ামেই বাকি আইপিএল শেষ করতে চাইছেন কর্তারা

IPL 2021: কলকাতা পর্ব বাতিলের পথে, মুম্বইয়ে সরছে বাকি আইপিএল
ছবি-টুইটার

Follow Us

মুম্বই: নয়াদিল্লি‌: আমদাবাদ, দিল্লির পর কলকাতায় হওয়ার কথা ছিল আইপিএলের একটা পর্বের। সেই মতো প্রস্তুতি নেওয়াও শুরু করে দিয়েছিল ইডেন। কিন্তু করোনার সাম্প্রতিক পরিস্থিতির জন্য ইডেনের সব ম্যাচ বাতিল হওয়ার পথে। গত চব্বিশ ঘণ্টায় কলকাতা নাইট বাইডার্সের দুই ক্রিকেটার, চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজির আক্রান্তের খবর পর পর আসার নড়েচড়ে বসেছে বিসিসিআই। তার মধ্যেই আবার দিল্লির পাঁচ গ্রাউন্ড স্টাফও আক্রান্ত হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দুটো ভেনুতে নয়, একটাই ভেনুতে আইপিএলের যাবতীয় ম্যাচ করার কথা ভাবছে বোর্ড। সে ক্ষেত্রে বোর্ডের পছন্দ মুম্বই।

করোনার দ্বিতীয় ঢেউ এখন অনেকটাই সামলে উঠেছে মুম্বই। আক্রান্তের সংখ্যা অনেক কমেছে। যে কারণে ঝুঁকির পরিমাণও নিয়ন্ত্রণে এসেছে, এমনই বিশ্বাস চিকিৎসকমহলের। যা দেখে-শুনে মুম্বইয়ের দুটো স্টেডিয়াম, ওয়াংখেড়ে ও ডিওয়াই পাটিল স্টেডিয়ামেই বাকি আইপিএল শেষ করতে চাইছেন কর্তারা। সে ক্ষেত্রে ৭ মে থেকেই হয়তো সেখানে বাকি ম্যাচ আয়োজন করা হবে।

আরও পড়ুন:IPL 2021: বাতিল হওয়ার পথে ধোনিদের বুধবারের ম্যাচ

 

এক কর্তা বলছেন, ‘অন্যান্য ভেনু থেকে ম্যাচ সরিয়ে মুম্বইয়ে করাই অনেক নিরাপদ বলে মনে হচ্ছে। কিন্তু সে ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল, হোটেল বুকিং, টিমগুলোর ট্রাভেল, যুদ্ধকালীন পরিস্থিতিতে স্টেডিয়াম তৈরি করা। কোনও একটা ক্ষেত্রে যদি সমস্যা দেখা যায়, পুরো পরিকল্পনাটা চরম ধাক্কা খাবে। এই পরিস্থিতিতে সেটা হলে আরও সমস্যায় পড়বে বোর্ড। সেই কারণেই সব দিক খতিয়ে দেখে তবেই মুম্বইয়ে আইপিএলের বাকি ম্যাচ সরানো হবে। তবে এটাও ঘটনা যে, বোর্ড পুরো প্রক্রিয়াটা ঠিকঠাক করার জন্য নেমে পড়েছে ময়দানে।’

 

Next Article