IPL 2021 SRH vs MI Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: sushovan mukherjee

May 04, 2021 | 9:35 AM

আইপিএলে (IPL) আজ দিল্লিতে মুখোমুখি রোহিত-কেন

IPL 2021 SRH vs MI Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ
সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স

Follow Us

কলকাতা: আইপিএলের (IPL) ম্যাচে আজ মুখোমুখি রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। এখনও পর্যন্ত মোট ৭টি করে ম্যাচে খেলেছে দুই দলই। ৭ ম্যাচের ৪টিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ৪ নম্বরে রয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই। অন্যদিকে ৭ম্যাচের মাত্র একটিতে জিতে লিগ তালিকার সবথেকে নীচে রয়েছে নিজামের শহরের দল। টানা ব্যর্থতার জেরে অধিনায়ক পাল্টে ফেলেছে হায়দরাবাদ। কিন্তু ক্যাপ্টেন বদলে গেলেও দলের ভাগ্য ফেরেনি। শেষ ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে হারতে হয়েছে উইলিয়ামসনদের। আজকের ম্যাচে ২ পয়েন্ট তুলে নেবে কোন দল নজর থাকবে সেদিকেই।

দিল্লিতে মুখোমুখি রোহিত-কেন

সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটি কবে হবে?

সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি (৪মে) আজ, মঙ্গলবার হবে।

সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটি কোথায় হবে?

সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হবে।

সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭.৩০ টায়। ম্যাচের আগে ৭ টায় টস হবে।

কোথায় দেখা যাবে সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের লাইভ স্ট্রিমিং?

সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং।

Next Article