AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2022 Auction: ‘বাটলারের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে মুখিয়ে আছি’, বললেন অশ্বিন

Ravichandran Ashwin, Jos Buttler: অশ্বিন ভিডিও বার্তায় পাল্টা বলেন, 'খুবই খুশি। ২০১৮ সালের নিলামে ওরা আমাকে তুলতে না পারলেও ওদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় ছিল। চাহালের সঙ্গে জুটি বেধে বোলিং করতে পারব। আর জস বাটলারের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করতে পারব। এর চেয়ে ভালো আর কিই বা হতে পারে!'

IPL 2022 Auction: 'বাটলারের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে মুখিয়ে আছি', বললেন অশ্বিন
জস বাটলার ও রবিচন্দ্রন অশ্বিন। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Feb 13, 2022 | 1:52 PM
Share

নয়াদিল্লি: বছর তিনেক আগের এক ঘটনা। আইপিএলের মঞ্চে যে ঘটনা এখনও টাটকা ক্রিকেটপ্রেমীদের মনে। জস বাটলার (Jos Buttler) নন স্ট্রাইকিং এন্ডে। বল হাতে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ডেলিভারি করতে গিয়েই বিপত্তি। বাটলার ক্রিজ ছেড়ে বেরোতেই তাঁকে সরাসরি রান আউট করলেন অশ্বিন। যে দৃশ্য আইপিএলে এখনও বিতর্কিত। অশ্বিনের ওই মাঁকড়ীয় রান আউট ঘিরে কম সমালোচনা হয়নি। অশ্বিন-বাটলার সম্পর্কেও চিড় ধরেছিল। ৩ বছর পর সেই সম্পর্ককে জুড়ে দিল রাজস্থান রয়্যালস। শনিবার আইপিএলের নিলামে (IPL 2022 Auction) রবিচন্দ্রন অশ্বিনকে ৫ কোটি টাকা দিয়ে কেনে রাজস্থান। আর সেখানে আগে থেকেই রয়েছেন জস বাটলার। ইংল্যান্ডের উইকেটকিপারকে আগেই রিটেনড করে রাজস্থান। এ বারে কি হবে? দুই ক্রিকেটার যে এ বার একই দলে। অতীত ভুলে একই দলের জার্সিতে সাফল্য পাওয়ার লক্ষ্যে বাটলার-অশ্বিন।

অশ্বিন ভিডিও বার্তায় পাল্টা বলেন, ‘খুবই খুশি। ২০১৮ সালের নিলামে ওরা আমাকে তুলতে না পারলেও ওদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় ছিল। চাহালের সঙ্গে জুটি বেধে বোলিং করতে পারব। আর জস বাটলারের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করতে পারব। এর চেয়ে ভালো আর কিই বা হতে পারে!’

অশ্বিনকে রাজস্থান রয়্যালস নেওয়ার পরই বাটলার বলেন, ‘অ্যাশ, চিন্তা করো না আমি ক্রিজের ভিতরেই থাকব। রয়্যালসের জার্সিতে তোমাকে দেখার জন্য অপেক্ষা করছি। তোমার সঙ্গে ড্রেসিংরুম করতে চাই।’

আইপিএল ২০২২ নিলামের মঞ্চ থেকে অশ্বিন ছাড়াও চাহাল, বোল্ট, পাড়িক্কল, প্রসিধ কৃষ্ণা, হেটমায়ারদেরও কেনে রাজস্থান রয়্যালস। আজকের নিলাম থেকেও কয়েকজন ইউটিলিটি ক্রিকেটারকে ছিনিয়ে আনতে তৎপর রাজস্থান রয়্যালস।

আরও পড়ুন: Liam Livingstone, IPL 2022 Auction: লিভিংস্টোনের জন্য হাড্ডাহাড্ডি লড়াই, বাজিমাত পঞ্জাবের