IPL 2022 Auction Unsold Players: আইপিএলের মেগা নিলামের শেষে জেনে নিন কোন প্লেয়াররা রইলেন অবিক্রিত
Excerpt: IPL 2022 Mega Auction Unsold Players: সব মিলিয়ে মোট ৩৮৬ জন প্লেয়ার এ বারের আইপিএলের নিলামে রইলেন অবিক্রিত।
বেঙ্গালুরু: দুই দিন ব্যাপী আইপিএল ২০২২ মেগা নিলামে (IPL Auction 2022 LIVE) ২০৪ ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হল। বেঙ্গালুরুতে বসা মেগা নিলামের দুই দিন মিলিয়ে একাধিক তারকা প্লেয়ার নিজের বেস প্রাইসের থেকে কোটি কোটি বেশি টাকায় এক এক দলে যোগ দিয়েছেন। এ বারের নিলামের সব থেকে দামি প্লেয়ার হয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের ঈশান কিষাণ। ১৫.২৫ কোটি টাকায় ঈশানকে দলে ফিরিয়েছে মুম্বই। ১২.২৫ কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছেন ভারতের তরুণ প্লেয়ার শ্রেয়স আইয়ার। পুরনো দল আরসিবিতে হর্ষল প্যাটেলের কামব্যাক হয়েছে ১০.৭৫ কোটি টাকায়। শ্রীলঙ্কান তারকা ক্রিকেটার ভানিন্দু হাসারঙ্গা ১০ কোটি টাকায় আরসিবিতে যোগ দিয়েছেন। তবে এর মধ্যে রয়েছেন বেশ কয়েকজন প্লেয়ার, যারা নিলামে দল পেলেন। সেই তালিকায় রয়েছেন সুরেশ রায়না, চেতেশ্বর পূজারা, ইশান্ত শর্মা, সাকিব আল হাসান, অ্যারন ফিঞ্চ, ইওন মর্গ্যানের মতো তারকা ক্রিকেটাররা।
জেনে নিন দুই দিন ব্যাপী মেগা নিলামের শেষে কোন তারকা প্লেয়াররা রইলেন অবিক্রিত…
১. সুরেশ রায়না – গত বছর চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন সুরেশ রায়না (Suresh Raina)। তবে এ বারের নিলামে দিন রায়না রইলেন আনসোল্ড। রায়নার বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। ২০০৮ সাল থেকে আইপিএলে খেলছেন রায়না। এখনও পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০৫টি ম্যাচে খেলে ৫৫২৮ রান করেছেন তিনি।
২. সাকিব আল হাসান – এ বারের নিলামে বাংলাদেশের তারকা অল-রাউন্ডার সাকিব আল হাসান (Shakib al Hasan) রইলেন অবিক্রিত। ২ কোটি বেস প্রাইস থাকা ক্রিকেটারদের তালিকায় ছিলেন সাকিব। গত বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন সাকিব। তবে এ বারের রিটেনশনে তাঁকে ধরে রাখেনি নাইট শিবির। ২০১১ সাল থেকে আইপিএলে খেলছেন সাকিব। এখনও পর্যন্ত ৭১টি আইপিএলের ম্যাচে ৭৯৩ রান করেছেন সাকিব।
৩. চেতেশ্বর পূজারা – ৫০ লক্ষ বেস প্রাইস ছিল ভারতের সিনিয়র তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। গত বার চেন্নাই সুপার কিংসের স্কোয়াডে ছিলেন পূজারা। কিন্তু ফর্মে না থাকা পূজারাকে এ বারের নিলামে কোনও দল নেওয়ার আগ্রহ দেখাল না। বেস প্রাইসে কেকেআরে অজিঙ্ক রাহানে যোগ দিলেও, পূজারা কোনও দল পেলেন না।
৪. ইশান্ত শর্মা – ভারতের তারকা বোলার ইশান্ত শর্মা (Ishant Sharma) নিজের বেস প্রাইস রেখেছিলেন ১ কোটি ৫০ লক্ষ টাকা। গত বছর দিল্লি ক্যাপিটালস শিবিরে ছিলেন ইশান্ত। কিন্তু এ বারের মেগা নিলামে ইশান্তকে কেনার জন্য় ঝাঁপায়নি কোনও দল।
৫. স্টিভ স্মিথ – আইপিএলের মেগা নিলামের দুই দিনের শেষে অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ (Steve Smith) রইলেন অবিক্রিত। স্মিথের বেস প্রাইস ছিল ২ কোটি। গত বছর দিল্লি ক্যাপিটালস শিবিরে ছিলেন এই অজি তারকা ক্রিকেটার। এখনও পর্যন্ত ১০৩টি আইপিএল ম্যাচে খেলে ২৪৮৫ রান করেছেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের প্রাক্তন অধিনায়ক।
৬. ইওন মর্গ্যান – ১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইস ছিল কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক ইওন মর্গ্যান (Eoin Morgan)। কিন্তু কোনও দল তাঁর জন্য বিড করেনি। গত মরসুমে দলকে ফাইনালে তোলার পরও, তিনি এ বারের নিলামে অবিক্রিত থাকলেন।
৭. অ্যারন ফিঞ্চ – অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ (Aaron Finch) নিজের বেস প্রাইস রেখেছিলেন ১ কোটি ৫০ লক্ষ টাকা। কিন্তু কোনও দল তাঁকে নেওয়ার আগ্রহ দেখায়নি। ফলে অবিক্রিত রয়ে গেলেন ফিঞ্চ।
৬. পীযুষ চাওলা – ভারতীয় বোলার পীযুষ চাওলা (Piyush Chawla) এ বারের নিলামে নিজের বেস প্রাইস রেখেছিলেন ১ কোটি। গত বছর রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সে ছিলেন তিনি। তবে এ বছর কোনও তাঁকে নেওয়ার জন্য ডাক দেয়নি। ফলে অবিক্রিত প্লেয়ারদের তালিকায় রইলেন তিনি।
সব মিলিয়ে মোট ৩৮৬ জন প্লেয়ার এ বারের আইপিএলের নিলামে রইলেন অবিক্রিত।