পুনে: আগামীকাল রবিবার, আইপিএল-১৫-তে (IPL 2022) রয়েছে ডাবল হেডার। পুনের স্টেডিয়ামে ১৭ এপ্রিল সানডে-র ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে, এ বারের দুই নতুন দলের এক দল হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স (Gujarat Titans) নামবে রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে। চলতি আইপিএলের ৫ ম্যাচে খেলে ৪টিতে জিতেছেন হার্দিকরা এবং ১টিতে হেরেছেন। অন্যদিকে চেন্নাই এ বারের আইপিএলের ৫ ম্যাচে খেলে মাত্র ১টিতে জিতেছে। পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে টাইটান্স। তাদের নেট রান রেট +০.৪৫০। এবং ১ ম্যাচে জিতে ২ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে সিএসকে। চেন্নাইয়ের নেট রান রেট -০.৭৪৫। ফলে পুনের মাঠে রবিরাতে কোন দল জেতে সেদিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি কবে হবে?
গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচটি (১৭ এপ্রিল) আগামীকাল, রবিবার হবে।
গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি কোথায় হবে?
গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি পুনের এমসিএ স্টেডিয়ামে হবে।
গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭.৩০ টায়। ম্যাচের আগে ৭ টায় টস হবে।
কোথায় দেখা যাবে গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২২ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
গুজরাত টাইটান্স স্কোয়াড: হার্দিক পান্ডিয়া, রশিদ খান, শুভমন গিল, লকি ফার্গুসন, রাহুল তেওয়াটিয়া, মহম্মদ সামি, যশ দয়াল, ডেভিড মিলার, সাই কিশোর, অভিনব সদারঙ্গানি, আলজারি যোশেফ, ম্যাথু ওয়েড, রহমানুল্লাহ গুরবাজ, ঋদ্ধিমান সাহা, জয়ন্ত যাদব, বিজয় শঙ্কর, ডমিনিক ড্রেকস, গুরকিরাত সিং, বরুণ অ্যারন, নুর আহমেদ, দর্শন নালকান্ডে, প্রদীপ সাঙ্গওয়ান।
সিএসকে স্কোয়াড: রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, মইন আলি, ঋতুরাজ গায়কোয়াড়, দীপক চাহার, ডোয়েন ব্র্যাভো, অম্বাতি রায়ডু, রবীন উথাপ্পা, কেএম আসিফ, তুষার দেশপান্ডে, শিবম দুবে, মহেশ থেকশানা, রাজবর্ধন হাঙ্গারগেকর, সিমরনজিৎ সিং, ডেভন কনওয়ে, ডোয়েইন প্রিটোরিয়াস, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, সুভ্রাংশু সেনাপতি, প্রশান্ত সোলাঙ্কি, সি হরি নিশান্থ, ক্রিস জর্ডান, এন জগদীশান, মুকেশ চৌধুরি, কে ভগত ভর্মা।