মুম্বই: আগামীকাল শুক্রবার, আইপিএল-১৫-র (IPL 2022) ৫১তম ম্যাচ। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হবে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। চলতি আইপিএলে দারুণ ছন্দে রয়েছে টাইটান্সরা। গুজরাত এখনও পর্যন্ত এই আইপিএলের ১০টি ম্যাচে খেলেছে। তার ৮টিতে জিতেছেন হার্দিকরা এবং মাত্র ২টিতে হেরেছে টাইটান্সরা। মোট ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছেন শুভমনরা। প্লে-অফও নিশ্চিত হার্দিকের দলের। গুজরাতের নেট রান রেট +০.১৫৮। তবে গত ম্যাচেই পঞ্জাবের কাছে হারতে হয়েছিল গুজরাতকে। আগামীকাল লিগ টেবলের লাস্ট বয়দের সঙ্গে লড়াই হার্দিকের দলের। এই লড়াই আরও জমজমাট হতে চলেছে কারণ, পুরনো দল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হার্দিকের দল মুখোমুখি হবে কাল। আপাতত ৯ ম্যাচে খেলে মাত্র ১টি জয় ও ৮টিতে হেরে পয়েন্ট টেবলের ১০ নম্বরে রয়েছেন রোহিত শর্মারা। মুম্বইয়ের নেট রান রেট -০.৮৩৬। তবে শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে মরসুমের প্রথম জয়টা পেয়েছিলেন সূর্যকুমাররা। ফলে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে আগামীকাল কোন দল জেতে সেদিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
গুজরাত টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি কবে হবে?
গুজরাত টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি (৬ মে) আগামীকাল, শুক্রবার হবে।
গুজরাত টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি কোথায় হবে?
গুজরাত টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে হবে।
গুজরাত টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে গুজরাত টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০মিনিট। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে গুজরাত টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
গুজরাত টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২২ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
গুজরাত টাইটান্স স্কোয়াড: হার্দিক পান্ডিয়া, রশিদ খান, শুভমন গিল, লকি ফার্গুসন, রাহুল তেওয়াটিয়া, মহম্মদ সামি, যশ দয়াল, ডেভিড মিলার, সাই কিশোর, অভিনব সদারঙ্গানি, আলজারি যোশেফ, ম্যাথু ওয়েড, রহমানুল্লাহ গুরবাজ, ঋদ্ধিমান সাহা, জয়ন্ত যাদব, বিজয় শঙ্কর, ডমিনিক ড্রেকস, গুরকিরাত সিং, বরুণ অ্যারন, নুর আহমেদ, দর্শন নালকান্ডে, প্রদীপ সাঙ্গওয়ান।
মুম্বই ইন্ডিয়ান্সের স্কোয়াড: রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, কায়রন পোলার্ড, জশপ্রীত বুমরা, ঈশান কিষাণ, ডিওয়াল্ড ব্রেভিস, বাসিল থাম্পি, মুরুগান অশ্বিন, জয়দেব উনাদকট, মায়াঙ্ক মার্কান্ডেয়, এন তিলক ভর্মা, সঞ্জয় যাদব, জোফ্রা আর্চার, ড্যানিয়েল স্যামস, টাইমাল মিলস, টিম ডেভিড, আর্শাদ খান, আনমোলপ্রীত সিং, রমনদীপ সিং, রাহুল বুদ্ধি, হৃতিক শোকিন, অর্জুন তেন্ডুলকর, ফ্যাবিয়ান অ্যালেন, আরিয়ান জুয়াল, রাইলি মেরেডিথ।