AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2022: দিল্লির এক অস্ট্রেলিয়ান ক্রিকেটার করোনা আক্রান্ত, আইপিএল ঘিরে বাড়ছে আশঙ্কা

আইপিএল ঘিরে নতুন করে বাড়ছে করোনার আশঙ্কা। দিল্লি টিমে ফের থাবা বসাল কোভিড। পরিস্থিতি যে অত্যন্ত জটিল, তা নিয়ে কোনও সন্দেহ নেই। বিসিসিআই নজর রাখছে পরিস্থিতির দিকে।

IPL 2022: দিল্লির এক অস্ট্রেলিয়ান ক্রিকেটার করোনা আক্রান্ত, আইপিএল ঘিরে বাড়ছে আশঙ্কা
দিল্লি শিবিরে করোনার থাবা। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Apr 18, 2022 | 2:08 PM
Share

মুম্বই: করোনা কি প্রবল ভাবে ঢুকে পড়তে চলেছে আইপিএলে (IPL 2022)? পরিস্থিতি যা, তাতে এই আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ফিজিও প্যাট্রিক ফার্হার্ট ক’দিন আগেই আক্রান্ত হয়েছিলেন কোভিডে। পুরো টিমকেই তখন আইসোলেশনে পাঠানো হয়েছিল। ওই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে না আসতে আবার থাবা বসাল করোনা। দিল্লির এক বিদেশি ক্রিকেটার এ বার সংক্রমিত। বুধবার পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ঋষভ পন্থের টিমের ম্যাচ পুনেতে। কিন্তু ওই বিদেশি ক্রিকেটার আক্রান্ত হয়ে পড়ায় সোমবার পুনের উদ্দেশে রওনা দিতে পারেনি টিম। নাম না বলা হলেও তিনি এক অস্ট্রেলিয়ান ক্রিকেটার। ব়্যাপিড টেস্টের পর কিছু উপসর্গ ধরা পড়েছে তাঁর। হঠাৎ উদ্ভুত এই পরিস্থিতি যে বিসিসিআইকে চাপে ফেলে দিয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। করোনার হার সারা দেশ জুড়ে তলানিতে পৌঁছে যাওয়ায় দর্শক প্রবেশের ক্ষেত্রে অনেকটাই ছাড় দেওয়া হয়েছে। সংক্রমণ যদি মাত্রা ছাড়া হতে শুরু করে তা হলে কি দর্শক প্রবেশ বন্ধ হবে? এ সব নিয়ে কোনও উত্তর অবশ্য এখনও দেয়নি বোর্ড।

এক বিবৃতিতে বিসিসিআই বলেছে, ‘দিল্লি ক্রিকেট টিমের সোমবার পুনে যাওয়ার কথা ছিল, তাদের পরবর্তী ম্যাচ খেলার জন্য। কিন্তু তাদের সবাইকে তাদের হোটেলে নিজেদের ঘরেই থাকতে বলা হয়েছে। নিয়ম অনুযায়ী আরটি পিসিআর পরীক্ষা হচ্ছে। প্যাট্রিক ফার্হার্টের পর টিমে নতুন সংক্রমণ ধরা পড়েছে।’ জটিলতা যে বাড়ছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কারণ দিল্লির সাপোর্ট টিমের আর এক সদস্যের করোনার উপসর্গ দেখা দিয়েছে। তাঁর আরটি পিসিআর টেস্ট করতে দেওয়া হয়েছে। রিপোর্ট এখনও আসেনি।

বোর্ডের একটি সূত্র বলছে, ‘পুনের কনরাড হোটেলেই সমস্ত টিম উঠেছে। সেখানে বায়ো বাবল জোনও তৈরি করা হয়েছে। কিন্তু দিল্লি টিম সোমবার পুনে যেতে পারেনি। টিমের যাদের রিপোর্ট নেগেটিভ, তারা মঙ্গলবার পুনে যাবে।’ বাইরের দুনিয়ায় করোনার সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করায় বায়ো বাবলেও আক্রান্তের সম্ভাবনা তীব্র হচ্ছে। গত বার মাঝ পথে আইপিএল বন্ধ করে দিতে হয়েছিল। আইপিএলের বাকি পর্ব আয়োজন করা হয়েছিল আমিরশাহিতে। এ বার কি তেমন কিছু হতে পারে? এখনও সে সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে সংক্রমণের হার যদি হুহু করে বাড়তে থাকে, তা হলে বোর্ডকে অন্য কোনও সিদ্ধান্ত নিতে হতে পারে। কর্তারা পরিস্থিতির দিকে নজর রেখেছেন। তবে, একটা ব্যাপার হতেই পারে, বাবল জোনে সংক্রমণের হার ধীরে ধীরে বাড়তে শুরু করায় আইপিএলকে আরও একবার দর্শকশূন্য করা হতে পারে।’

আরও পড়ুন: IPL 2022 Points Table: কেকেআর বনাম রাজস্থান ম্যাচের আগে জানুন পয়েন্ট টেবলে কোন দল রয়েছে কোথায়