IPL 2022: ঘরের মাঠে খেললেও হোম অ্যাডভান্টেজ পাচ্ছে না মুম্বই, বলছেন রোহিত

Mumbai Indians: ঘরের মাঠে খেলার বাড়তি সুবিধা কেন নিতে পারছে না মুম্বই ইন্ডিয়ান্স? রোহিত শর্মা ব্যাখ্যা করছেন। একই সঙ্গে ক্রিকেটের বাইরেও অনেক কথা তুলে ধরলেন মুম্বইয়ের ক্যাপ্টেন।

IPL 2022: ঘরের মাঠে খেললেও হোম অ্যাডভান্টেজ পাচ্ছে না মুম্বই, বলছেন রোহিত
পোলার্ডের ফর্মে ফেরার অপেক্ষায় সচিনওImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 06, 2022 | 8:00 AM

মুম্বই: যতই চেনা মাঠ হোক, মুম্বইয়ে আইপিএলের (IPL 2022) ম্যাচ খেলা কখনওই সহজ নয়। এমনই বলছেন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)। যতই তাঁর টিম পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন হোক, এ বারের শুরুটা ভালো হয়নি। তবে রোহিতের টিম বরাবর এ ভাবেই শুরু করে। ধীরে ধীরে মেলে ধরে নিজেদের। কিন্তু এ বার টিমের অনেকেই ছন্দে নেই। রোহিত নিজেই রানের মধ্যে নেই। মিডল অর্ডারেও সে ভাবে কেউ ভরসা দিতে পারছেন না। একমাত্র খেলছেন আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার ঈশান কিষান। প্রথম দুটো ম্যাচেই রান পেয়েছেন তিনি। ছন্দে রয়েছেন বোলার জশপ্রীত বুমরাও। অলরাউন্ডার কায়রন পোলার্ডের ছন্দে না থাকাটা চাপে রেখেছে টিমকে। সেখান থেকে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে টিম।

রোহিত তার আগে বলছেন, ‘হোম অ্য়াডভান্টেজ নিয়ে যদি বলতে হয়, তা হলে বলব, আমি আর সূর্য ছাড়া আর কেউ মুম্বইয়ের ছেলে নয়। আমাদের এই টিমটা অনেকটাই নতুন। যারা অনেকেই মুম্বইয়ের এই আবহাওয়ার সঙ্গে সড়গড় নয়। এই রকম আবহাওয়ায় কি ভাবে খেলতে হয়, তা জানে না। সবে টিমটা দুটো ম্যাচ খেলেছে। আর সেই কারণেই মনে হচ্ছে, আমাদের টিমের কাছে কোনও হোম অ্যাডভান্টেজ নেই। প্র্যাক্টিস হয়তো করছি কিছু দিন ধরে, কিন্তু তার সঙ্গে ম্যাচ কন্ডিশন মেলানো যাবে না।’

হোম টিম হওয়া সত্ত্বেও মুম্বই কেন শুরুতে সাফল্য পাচ্ছে না, টিম জয়ের দেখা পাচ্ছে না, তা নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে একই সঙ্গে রোহিত বলছেন, ‘ঘরের টিম হলেও বলব যে, এই রকম পরিবেশে ম্যাচ জিততে হলে যতটা তৈরি হওয়া দরকার, ততটা এখনও হয়নি। তার জন্য সময় লাগবে। গত বছর আইপিএল যদি মুম্বইয়ে হত, আমি বলতাম, আমরা ঘরের মাঠে খেলার বাড়তি সুবিধা পাব।’

আইপিএল থেকেই উত্থান ক্যাপ্টেন রোহিতের। এখন ভারতীয় টিমেরও ক্যাপ্টেন তিনি। সেই তিনি বরাবরই অনুপ্রাণিত হয়েছেন সচিন তেন্ডুলকরে। ‘সচিন তেন্ডুলকর বরাবর আমার অনুপ্রেরণা। ৮-৯ বছর বয়স থেকে ওকে দেখছি। লম্বা কেরিয়ারে উনি কী কী করেছে, সেটা দেখতে দেখতেই বড় হয়ে ওঠা। সচিনের মতো প্রাপ্তি ক্রিকেটে আর কারও আছে বলে মনে হয় না। ২৫ বছর ধরে ভারতীয় টিমের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে। সেই কারণেই ওকে বরাবর অনুসরণ করেছি।’

একই সঙ্গে মুম্বইয়ের ক্যাপ্টেন আবার লা লিগার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী ফ্রান্স টিমের নায়ক জিনেদিন জিদানের ভক্ত তিনি। রোহিত বলছেন, ‘কোভিডের ঠিক আগে ২০২০ সালে এল ক্লাসিকো দেখতে গিয়েছিলাম আমি। মাদ্রিদে বসে রিয়াল আর বার্সেলোনার ম্যাচ দেখেছিলাম। ওটা আমার সেরা অনুভূতি ছিল।’