IPL 2022 Retention LIVE Updates: রশিদ নেই হায়দরাবাদে, আইপিএল রিটেনশনে সব খবরের লাইভ আপডেট

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Nov 30, 2021 | 10:31 PM

List of IPL 2022 Retained Released Players: কে থাকছেন, কে যাচ্ছেন। গত কয়েকদিন থেকেই ভারতীয় ক্রিকেট সরগরম একাধিক হিসেব নিকেশ নিয়ে। আজ আইপিএল রিটেনশন। আঠ ফ্রাঞ্চাইজিকে জানিয়ে দিতে হবে কোন কোন ক্রিকেটারকে তাঁরা আগামী মরসুমের জন্য রাখছেন। সর্বোচ্চ ৪ জন ক্রিকেটার ধরে রাখতে পারবে দলগুলি। সঠিক ব্যালেন্স খুঁজে নেওয়ার জন্য মরিয়া আট ফ্রাঞ্চাইজি।

IPL 2022 Retention LIVE Updates: রশিদ নেই হায়দরাবাদে, আইপিএল রিটেনশনে সব খবরের লাইভ আপডেট
রিটেনশন শেষ, এবার পালা আইপিএল নিলামের। সৌ: টুইটার

Follow Us

রাত সাড়ে নটায় শুরু হচ্ছে আইপিএল রিটেনশন। সব আপডেট দেখতে নজর রাখুন। কে থাকছেন, কে যাচ্ছেন। গত কয়েকদিন থেকেই ভারতীয় ক্রিকেট সরগরম একাধিক হিসেব নিকেশ নিয়ে। আজ আইপিএল রিটেনশন। আঠ ফ্রাঞ্চাইজিকে জানিয়ে দিতে হবে কোন কোন ক্রিকেটারকে তাঁরা আগামী মরসুমের জন্য রাখছেন। সর্বোচ্চ ৪ জন ক্রিকেটার ধরে রাখতে পারবে দলগুলি। সঠিক ব্যালেন্স খুঁজে নেওয়ার জন্য মরিয়া আট ফ্রাঞ্চাইজি।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 30 Nov 2021 10:20 PM (IST)

    সঞ্জু থাকছেন রাজস্থানেই

    রাজস্থান রয়্যালস ধরে রাখল তিন ক্রিকেটার। সঞ্জুর পাশাপাশি আছেন, জস বাটলার ও যশস্বী জয়সোয়াল।

     

  • 30 Nov 2021 10:15 PM (IST)

    কলকাতা ধরে রাখল রাসেলকে

    কলকাতা নাইট রাইডার্সে থাকলেন রাসেল, বরুণ, ভেঙ্কটেশ ও সুনীল

     


  • 30 Nov 2021 10:09 PM (IST)

    দিল্লি ক্যাপিটালস ধরে রাখল কাদের?

    দিল্লি ক্যাপিটালসের হয়ে আগামী মরসুমে আছেন ঋষভ, পৃথ্ব, অক্ষর ও নর্খেকে

     

  • 30 Nov 2021 10:04 PM (IST)

    ধোনি জাডেজা থাকলেন চেন্নাই সুপার কিংস

    ধোনি সহ চার ক্রিকেটার ধরে রাখল গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস

     

  • 30 Nov 2021 09:56 PM (IST)

    অরেঞ্জ আর্মি ছাড়ল রশিদ খানকে

    কেন উলিয়ামসনের পাশাপাশি আব্দুল সামাদ ও উমরান মালিককে ধরে রাখল সান রাইজার্স হায়দরাবাদ। ছেড়ে দেওয়া হল রশিদ খানকে।

     

  • 30 Nov 2021 09:52 PM (IST)

    পঞ্জাব কিংসে থাকছেন মায়াঙ্ক

    আগামী মরশুমেও প্রীতি জিন্টার পাঞ্জাব কিংসে থাকছেন মায়াঙ্ক আগরওয়াল ও অর্শদীপ সিংকে

     

     

  • 30 Nov 2021 09:43 PM (IST)

    মুম্বই ইন্ডিয়ান্স ধরে রাখল চার ক্রিকেটার

    রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব ও কায়রন পোলার্ডকে ধরে রাখল মুম্বই ইন্ডিয়ান্স।

     

  • 30 Nov 2021 09:37 PM (IST)

    বিরাটের দল ধরে রাখল সিরাজকে

    রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ধরে রাখল তিন ক্রিকেটার। দলে থাকছেন বিরাট, ম্যাক্সওয়েল ও মহম্মদ সিরাজ

     

  • 30 Nov 2021 08:32 PM (IST)

    অপেক্ষা আর কিছু সময়ের